April 20, 2024

সোনার দামের (Gold Price) বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থনীতি অনেকটাই প্রভাব ফেলে থাকে, যার জেরে বেশিরভাগ সময়েই সাধারন মানুষের ওপর প্রভাব ফেলে। ঠিক এমন ভাবেই বর্তমানে সারা বিশ্বজুড়ে এক রাজনৈতিক চাপান‌উতোরের সৃষ্টি হয়েছে, যার ক্ষতিকর প্রভাব সমগ্র বিশ্বের অর্থনীতির ওপরে পড়ছে। সোনার মতো মূল্যবান ধাতুর দাম সারাবিশ্বেই বর্তমানে ওঠানামা করছে।

অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ সোনা ক্রয় করার মাধ্যমে অর্থ বিনিয়োগ করে থাকেন। এছাড়াও, নিজস্ব চাহিদার পূরণের জন্য অথবা বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে অন্যকে উপহার হিসেবে সোনার তৈরি বিভিন্ন জিনিস দেওয়ার চল রয়েছে। এর সাথেই রুপোর বিভিন্ন ডিজাইনের গয়নাও এখন ফ্যাশনে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই সোনা-রুপোর দামের (Gold and Silver Price) এই বারংবার পরিবর্তন সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার দাম অপরিবর্তিত‌ই রয়ে গেছে।

কলকাতায় আজ অর্থাৎ ২৫ জুলাই ২৪ ক্যারাট পাকা সোনার ১ গ্রাম ও ৮ গ্রামের দাম রয়েছে ৫,১১৬ টাকা ও ৪০,৯২৮ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৫১,১৬০ টাকা। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) তুলনায় ৫,০৪০ টাকা কম রয়েছে। এর সাথেই সোমবার ২২ ক্যারাট হলমার্ক সোনার ১ গ্রাম, ৮ গ্রাম ও ১০ গ্রামের দাম ৪,৬৯০ টাকা, ৩৭,৫২০ টাকা ও ৪৬,৯০০ টাকায় অবস্থান করছে। কলকাতা শহরে আজ আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম‌ও (Silver Price) কিছুটা হলেও কম হয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম সোমবার ১০০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ৫৪,৯০০ টাকায় দাঁড়িয়েছে।