বুধবার বাংলা সিরিয়ালের জনপ্রিয় চরিত্র গুনগুনের (Gungun) মৃত্যু দিয়ে শেষ হল ষ্টার জলসার খড়কুটো (Khorkuto) ধারাবাহিকটি। এই খবরে দর্শকদের মন খারাপ হলেও তাঁদের জন্য শেষ মুহূর্তে রয়েছে এক চমক। সেই কারণে ধারাবাহিকের শেষ পর্ব দেখার অনুরোধ করেছেন কেন্দ্রীয় চরিত্রে থাকা অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
টানা দুই বছর ধরে সাফল্যের সাথে দর্শকদের মনোরঞ্জন করেছেন এই সিরিয়ালের কলাকুশলীরা। দর্শকও অল্প সময়ে আপন করে নিয়েছে সৌজন্য (Soujanya) এবং গুনগুনের (Gungun) মিষ্টি মধুর কেমিস্ট্রিকে। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) আকস্মিক মৃত্যুর পরেই দর্শকমহলের মধ্যে সিরিয়ালটির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। টিআরপিও সেইসময় বেশ কমে গিয়েছিল এই সিরিয়ালটির। যে গুনগুন একসময় দর্শকদের পছন্দের চরিত্র হয়ে উঠেছিল, তাঁর অভিনয়কে অনেকে ন্যাকামো তকমা দিতেও পিছপা হননি। তবে অনুরাগীদের কারণেই সব সমালোচনাকে তুচ্ছ করে টিআরপি তালিকায় আবার ফিরে এসেছিল সিরিয়ালটি। বেশ কিছুদিন ধরেই টেলিদুনিয়ার অন্দরমহলে যাচ্ছিল যে গুনগুনের মৃত্যু আসন্ন এবং তার মৃত্যু দিয়েই শেষ হয়ে যাবে সিরিয়ালটি । সিরিয়াল শেষের দুঃখ দর্শকদের মনে থাকলেও শেষ দৃশ্যে প্রিয় চরিত্রটির মৃত্যুকে কেউই মন থেকে ভালোভাবে মেনে নিতে পারছেন না। ব্রেন টিউমার অপারেশন করার সময় গুনাগুনের মৃত্যু হয়েছে। দর্শকরাও তার মৃত্যুতে বেশ কষ্ট পেয়েছেন। তৃণাও সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে সিরিয়ালটি শেষ যাওয়ায় তাঁর মনও ভেঙে গিয়েছে। তবে দুঃখ ভুলতে শেষ দিনে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন কলাকুশলীরা। মেনুও ছিল তাক লাগানোর মতো। বাসমতি চালের ভাত , ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, মটন আর মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া সেরেছেন সবাই।
সিরিয়ালটি শেষ হয়ে গেলেও প্রিয় তৃণা কে দর্শক দেখতে পাবেন ড্যান্স ড্যান্স জুনিয়র (Dance Dance Junior ) রিয়েলিটি শোতে। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজ এবং বড়পর্দাতেও অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। চরিত্র শেষ হয়ে গেলেও অভিনেত্রীর কাজের শেষ নেই। সংবাদমাধ্যমকে সেইরকমই জানিয়েছেন তৃণা ।