
জেলে বসেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রতি অভিমানে ফেটে পড়লেন ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এসএসসি দুর্নীতি মামলায় বর্তমানে দুজনেই জেলে থাকলেও কমছে না মান-অভিমানের পালা।
View this post on Instagram
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে টলিউডে পা রেখেছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। ২০১২ সালে ‘হৃদয়ে লেখো নাম’ (Hridoye Lekho Naam) বলে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। বাংলা ছবির সাথে সাথে বেশ কিছু ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন অর্পিতা। এর পরে হটাৎ করেই সিনেমা জগৎ থেকে হারিয়ে যান তিনি। সিনেমা ছেড়ে দিয়ে নিজের কয়েকটি নেল আর্ট পার্লার খুলেছিলেন। এমনকি খুলেছিলেন নিজের প্রযোজনা সংস্থাও । অনেকের ধারণা সবটাই করেছিলেন মন্ত্রীর সাহায্যে। বিনোদন জগৎ থেকে হারিয়ে গেলেও হাই প্রোফাইল পার্টিতে প্রায়শই দেখতে পাওয়া যেত তাঁকে। অনুমান করা হচ্ছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে আসার পরেই অনেকটাই বদলে গিয়েছিল অর্পিতার মধ্যবিত্ত জীবনযাত্রা। ক্রমশই বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়েন তিনি। এমনকি বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাড়ি ছেড়ে দিয়ে ডায়মন্ড সিটিতে ফ্ল্যাট কিনেছিলেন অর্পিতা।
View this post on Instagram
তবে বর্তমানে তাঁর ঠিকানা আলিপুরের সংশোধনাগার। এখানে অতীত জীবনের কোনো সুযোগ সুবিধাই তিনি পাচ্ছেন না। জেলের খাবার,পোশাক কিছুই ভালো লাগছে না তাঁর। মাটিতে কম্বলের মধ্যে কোনোরকমে রাত্রি যাপন করছেন। খাবারের আবদারও মিটছে না মহিলা সংশোধনাগারে। তাঁর আগের বিলাসবহুল জীবনের জন্য যেমন মন্ত্রীর অবদান অনেকটাই, তেমনি অর্পিতার বর্তমানের জেল জীবনের জন্যও তিনি দায়ী। ক্ষমতা এবং সচ্ছলতার শীর্ষে থাকা অর্পিতা প্রকারান্তরে এখন পার্থকেই যে মনে মনে দুষছেন সেটা বলাই বাহুল্য।