হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। এই খবরে টেলিভিশনের দর্শকদের পাশাপাশি ভেঙে পড়েছেন পরিচিত এবং সহ শিল্পীরা।
২০০৪ সালে পরিচালিকা অনিন্দিতা সর্বাধিকারীর (Anindita Sarbadhikari) ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ (Poroborti Sangbad Dupur Dutor Somoye) নামক এক ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। সিনেমাটি সেরা টেলিফিল্মের পুরস্কার পেয়েছিল বেশ কিছু জায়গায়। এছাড়া ছোটপর্দায় বেশ কিছু সিরিয়ালেও তাঁকে নায়ক অথবা নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। তিনি বেশিরভাগ দর্শকদের কাছে অধিক পরিচিত ছিলেন ‘পার্বতী’ (Parvati) চরিত্রের জন্য।
পরিচালিকা অনিন্দিতা সর্বাধিকারীই প্রথম অভিনেত্রীর প্রয়াণের সংবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন। ফুসফুসের সংক্রমণের কারণেই আজ অর্থাৎ শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর পরিচালিত সিনেমায় অভিনয় করার সময়ই অভিনেত্রীর সাথে বেশ ভালো সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন অনিন্দিতা। তাছাড়া রাজনৈতিক মতাদর্শ মিলে যাওয়ার ফলেও তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল।
টেলিপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বধ্যোপাধ্যায়ও (Joyjit Banerjee) সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেত্রীর ছবি দিয়ে শোক প্রকাশ করেছেন। ভগবানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) একসময় কাজ করেছিলেন প্রয়াত অভিনেত্রীর সাথে। সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছে তিনিও। অভিনেত্রীর একমাত্র ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও (Debanjan Chatterjee) বর্তমানে টেলিভিশন দুনিয়ার সাথে যুক্ত। মায়ের সাথে বেশ কিছু সিরিয়ালে অভিনয়ও করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ছোটপর্দার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন অভিনেত্রী। তাঁর চলে যাওয়াতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।