April 21, 2024

‘সুইগি’ বিতর্কে অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন ‘রান্নাঘর’ (Rannaghor) শোয়ের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee)। বেশ কিছুদিন ধরেই এই বিষয় নিয়ে সবার কাছে সমালোচিত হচ্ছিলেন তিনি। এখন ক্ষমা চাওয়ার পরে সেই বিতর্কের অবসান ঘটবে বলে আশা করা যায়।

জি বাংলার অনেক জনপ্রিয় শোয়ের মধ্যে অন্যতম হল রান্নাঘর। ২০০৫ সাল থেকে এই শোয়ে সঞ্চালিকার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে সুদীপাকে। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের (Agnidev Chatterjee) স্ত্রী ছাড়াও এই শোয়ের সুবাদে নিজের আলাদা পরিচিত বানিয়ে নিয়েছেন সুদীপা। তবে কিছুদিন আগে সুইগি ডেলিভারি বয়কে নিয়ে করা মন্তব্যের কারণে সাম্প্রতিককালে বেশ কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি । এই বিষয়ে অভিনেতা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik) সাথে তাঁর বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সুদীপা। তিনি ওই পোস্টে জানিয়েছেন যে তিনি তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে যা বলতে চেয়েছেন সেটা ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে কোন ডেলিভারি বয়কে অপমান করতে চাননি। তাঁর এই রকম মন্তব্যের প্রধান উদ্দেশ্য ছিল যে কল না করার অপশন বেছে নেওয়ার পরেও বারংবার কল আসার কারণ খুঁজে বের করা । তাঁর বক্তব্যকে একেবারে ভিন্নভাবে নেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। এখন ম্যাপের মাধ্যমে বাড়ি চিনে নেওয়ার সুবিধা থাকা সত্ত্বেও ফোন করে বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করার বিপক্ষে তিনি। তবে তাঁর প্রতি এত বিদ্বেষমূলক মন্তব্য দেখে তিনি যে বেশ মর্মাহত সেটাও এই পোস্টে উল্লেখ করেছেন। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। মায়ের আগমনের সাথে সাথেই তিনি সব রকমের বিতর্কের ইতি ঘটাতে চেয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে পরিচিতি এনে দেয় তেমনি জন্ম দেয় অনেক বিতর্কের। এই কারণে মাঝে মধ্যেই অনেকেই ব্যক্তিগত রোষের শিকার হন। তবে বাকস্বাধীনতা সবারই আছে। সেই কারণে বিতর্কও রয়েছে। তবে যত দ্রুত বির্তকের অবসান ঘটবে ততই ভালো বার্তা যাবে সমাজের কাছে।