April 19, 2024

‘গাঁটছড়া’ (Gaatchhora) ধারাবাহিক বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এক ধারাবাহিক। স্টার জলসার এই ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করে এসেছে, টানা বেশ কয়েক সপ্তাহ এই ধারাবাহিক ‘বেঙ্গল টপার’ অর্থাৎ প্রথম স্থানের অধিকারীও ছিল। সাম্প্রতিক টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক প্রথম পাঁচের মধ্যেই স্থান অর্জন করে নিয়েছে। ‘গাঁটছড়া’-র গল্পে সম্প্রতি টানটান উত্তেজনা বজায় রয়েছে যা দেখে দর্শকেরা বেশ উচ্ছ্বসিত।

‘গাঁটছড়া’ ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র খড়ি ও ঋদ্ধিমান সিংহ রায়। নানা রকম অশান্তি চলতে থাকলেও এই জুটির মাঝে কোথাও যেন এক লুকোনো ভালোবাসা ও কেমিস্ট্রি রয়েছে। হাজার রাগারাগি হলেও খড়ি ও ঋদ্ধি সবসময় পরস্পরের খেয়াল রাখে, যথাসাধ্য পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই সবকিছুই দর্শকদের কাছে এই জুটিকে ভীষণ জনপ্রিয় করে তুলেছে। এবারে হয়তো খড়ি-ঋদ্ধির (Khori-Riddhi) জুটির রসায়ন আরো জমজমাট হয়ে উঠতে চলেছে।

সিংহ রায় পরিবারের দাদু ও ঠাম্মি খড়ি ও ঋদ্ধিকে হানিমুন অর্থাৎ মধুচন্দ্রিমায় পাঠাতে চায়। সঙ্গে অন্য দুই জুটি অর্থাৎ রাহুল-দ্যুতি এবং কুণাল-বনিকে পাঠানোর সিদ্ধান্ত‌ও গ্রহণ করা হয়েছে। কিন্তু খড়ি কোনোমতেই ঋদ্ধির সঙ্গে মধুচন্দ্রিমায় যেতে চায়না। অপরদিকে, দ্যুতি রাহুলের সঙ্গে মধুচন্দ্রিমাতে যাওয়ার জন্য ভীষণ আগ্রহী, তাই সে জোরকদমে খড়িকে রাজি করানোর কাজে লেগে পড়েছে। এর সাথেই দাদু-ঠাম্মির সিদ্ধান্ত মেনে নিয়ে ঋদ্ধি ব্যাগ গোছাতে আরম্ভ করে দিলেও খড়ি রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। সে বলতে থাকে সে তো নিজে যাবেই না, এমন কী ঋদ্ধিকেও যেতে দেবে না। এরপরে খড়ি ঋদ্ধির গোছানো ব্যাগ এলোমেলো করতে আরম্ভ করে দিলে ঋদ্ধি খড়িকে আটকানোর জন্য কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয় এবং বলে “না ব্যাগ ছাড়বো, আর না আপনাকে!” খড়ি-ঋদ্ধির এইভাবে কাছে আসা দেখে এই জুটির ফ্যানেরা ভীষণ খুশি হয়েছেন, পরবর্তী পর্বে এমন আরো সুন্দর মুহূর্ত দেখার জন্য তাঁরা আশাবাদী হয়ে রয়েছেন।