September 8, 2024

‘বেলাশুরু’ (Belashuru) সিনেমার ‘টাপা টিনি’ (Tapa tini) গানে অসাধারণ নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তাঁর নৃত্যদক্ষতায় মুগ্ধ নেটিজেনরা। সিনেমাতেও এই গানে অভিনেত্রীকে নাচতে দেখা গিয়েছিল। এই অনুষ্ঠানে আবার তাঁকে এই গানে নাচতে দেখে স্বভাবতই আপ্লুত দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

শনিবার থেকে ষ্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’ (Dance Dance Junior) রিয়েলিটি শোয়ের তৃতীয় সিজন। এই সিজনে বাংলার জনপ্রিয় নায়ক দেব (Dev) এবং নায়িকা রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) সঙ্গে বিচারকের আসনে দেখা যাবে মনামীকে। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর এই নাচ সিজন শুরুর আগেই বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে। মনামীর নৃত্যদক্ষতা ইতিমধ্যেই নেটদুনিয়ায় সুপরিচিত। তবে নাচের থেকেও এই পরিবেশনে বিশেষভাবে নজর কেড়েছে তাঁর পরনের পাটের তৈরী অভিনব শাড়িটি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)


বাংলার দুই ফ্যাশন ডিজাইনার নীল এবং দেবজ্যোতি রয়েছেন এই অভিনব শাড়িটির নেপথ্যে। পাটের সাজের মধ্যে দিয়ে বাংলার সমস্ত পাট শিল্পীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন মনামী। এই উপস্থাপনায় অভিনেত্রীর মেকাপের দায়িত্বে ছিলেন অমিত দাস এবং তাঁকে সুন্দর গয়নায় ভূষিত করেছে আভা ক্রিয়েশন। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন অনেক ছোট থেকে এই পাটশিল্পীদের অসাধারণ প্রতিভা তিনি দেখে এসেছেন। তাই তাঁর মনে হয়েছে এটাই সঠিক প্লাটফর্ম এইসব শিল্পীদের এই অসাধারণ কারুকার্যকে আবার করে সবার সামনে নিয়ে আসার।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)


কেরিয়ারের শুরুর দিকে বেশ ভালো জনপ্রিয়তা পেলেও একসময় বিনোদন জগত থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন তিনি। তেমনভাবে কোনো সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা যেতোনা। কিন্তু বর্তমানে সিরিয়ালের পাশাপাশি ড্যান্স রিয়েলিটি শোতেও তিনি সক্রিয় রয়েছেন। অভিনয়য়ের সঙ্গে তাঁর নাচের দক্ষতাও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে মনামী বর্তমানে বাংলার বিনোদন জগতে নিজের হারানো জায়গা আবার ফিরে পেয়েছেন।