
বর্তমানে স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘গাঁটছড়া’। শুরুরদিন থেকেই দর্শকদের মনে জায়গা করেছে মধ্যবিত্ত বনাম বনেদি বড়লোকের লড়াই। প্রথমদিকে টিআরপি লিস্টে সবার প্রথমে জায়গা ধরে রাখলেও, সম্প্রতি কমে এসেছে তাঁদের টিআরপি। তবে ধারাবাহিকে এখন নতুন মোড়, সিংহরায় বাড়ির তিন ভাই অন্যদিকে ভট্টাচার্য বাড়ির তিন বোন এখন মধুচন্দ্রিমা করতে গিয়েছে গোপালপুরে। কিন্তু, শুধু শুটিং নয়, পাশাপাশি নিজেদের মতো কোয়ালিটি টাইমও কাটাচ্ছেন সকলেই।
View this post on Instagram
সম্প্রতি নেটদুনিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋদ্ধিমান সুইমিংপুলে সাঁতার কাটতে ব্যস্ত, তবে শুধু তিনি একা নন সাথে রয়েছে রাহুল অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায়, খড়ি এবং দ্যুতি, পরনে তাঁদেরও সাঁতারের সাজ।
View this post on Instagram
ভিডিওটি নিজেদের শুটিং-এর ফাঁকেই তুলে নিয়েছেন নিজেরাই, তাতে দেখা যাচ্ছে চার তারকার হইহুল্লোড়, শুধু তাই নয় কখনও খড়িকে ধাক্কা মেরে জলে ফেলে দিচ্ছেন রাহুল, কখনও আবার খড়িকে কোলে নিচ্ছেন শ্রীমা অর্থাৎ দ্যুতি। ভিডিও দেখে এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে, নিজেদের ব্যস্ত লাইফস্টাইলের ফাঁকে নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা সকলেই। তবে এই ভিডিওতে দেখা যায়নি সিংহরায় বাড়ির ছোট দম্পতিকে অর্থাৎ খড়ির ছোট বোন বনি এবং কুণালকে। ভিডিও সামনে আসতেই, ‘গাঁটছড়া’ প্রেমীরা কমেন্ট করতে ভোলেননি, অনেকেই বনি কুণালের প্রসঙ্গ টেনে বলেছেন, তাদের কেন দেখা যাচ্ছে না।
View this post on Instagram