May 1, 2024

সোশ্যাল মিডিয়ায় বহুদিন পরে ভাইরাল হল রাণু মণ্ডলের (Ranu Mondal) গান। প্রিয় শিল্পীকে আবার আগের মতো গাইতে দেখে স্বভাবতই খুশি তাঁর অনুরাগীরা।

রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন রাণু মণ্ডল। তাঁর এই গান একসময় ভাইরাল হয়ে যাওয়ায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর গলায় গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হে’ (Ek Pyar Ka Nagma Hai) গানটি সামাজিক মাধ্যমের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। বলিউডের অন্যতম নামি সুরকার এবং গায়ক হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) হাত ধরে বলিউডে বেশ কয়েকটি অ্যালবামে গানও গেয়েছিলেন তিনি। তাঁর এই উত্থান সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এর পরে কিছুদিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকার পরে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন রাণু। কাজের অভাবে আবার নিজের আগের জীবনে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। অর্থাভাবে বর্তমানে দারিদ্রতার মধ্যে জীবন কাটছে তাঁর। মাঝে মাঝে উঠতি কিছু ইউটিউবার তাঁকে নিয়ে ভিডিও বানায় এবং খাবার, পোষাক দিয়ে সাহায্য করে। এইভাবেই কষ্ট করে দিন কাটছিল একসময়ের সেনসেশনে পরিণত হওয়া রাণু মণ্ডলের ।

সম্প্রতি ফের গান গাইতে দেখা গেল রাণুকে। সমুদ্রের ধারে নিজের গাওয়া ‘সাগর কিনারে’ (Sagar Kinare) গানটি গাইছিলেন রাণু। বহুদিন পরে এইভাবে তাঁকে আবার গান গাইতে দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। ‘সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র’(social worker atindra) নামে ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। মুগ্ধ নেটিজেনদের অনেকেই লাইকস এবং কমেন্টস করেছেন ভিডিওটিতে। সমুদ্রের হাওয়ায় তাঁর গলার স্বর আস্তে শোনা গেলেও যেটুকু শোনা গিয়েছে তাতেই প্রশংসা করেছেন সবাই।

কিছুদিন আগে সম্পূর্ণরূপে ভোল পাল্টে নতুনভাবে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছিলেন রাণু। চড়া মেকাপের কারণে তাঁকে চেনাই দায় হয়ে পড়েছিল। এর পরে এই ভিডিও। অনেকেই মনে করছেন নিজের পুরানো জায়গা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছেন রাণু। মোবাইল কিংবা টেলিভিশন না থাকায় সেইভাবে গানের চর্চা করতে পারেন না। চর্চার মধ্যে না থেকেও তাঁর সুরেলা কন্ঠস্বরের জাদুতে আর একবার মাতলো নেটদুনিয়া। আশা করা যায় আবার নতুন করে সুরের জগতে ফিরবেন এই শিল্পী।