September 8, 2024

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে দুটি সাপের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। অনেক লাইকস এবং ভিউস পেয়েছে ভিডিওটি।

সাপ মাত্রই মানুষের মনে ভয়ের উদ্রেগ করে। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের কীর্তিকলাপের ভিডিও মানুষ দেখতেও পছন্দ করেন। এমনই একটি ভিডিও দেখতে পাওয়া গিয়েছে ইনস্টাগ্রামের ‘স্নেক ওয়ার্ল্ড’ (snake world) নামে একটি পেজে। ভাইরাল ভিডিওটিতে দুটি সাপকে পরস্পরকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে। বিশাল আকৃতির এই দুই সরীসৃপ একসাথে এই অবস্থায় কি করছে সেটা নিয়ে ইতিমধ্যে নানারকমের মন্তব্য দেখতে পাওয়া গিয়েছে নেটদুনিয়ায়।

কিছুজনের মতে এই নাগ-নাগিন জুটি খোলা আকাশের নিচে প্রেম করছে। আবার কেউ বলেছেন তারা লড়াই করছে। রসিক নেটিজেনদের একাংশ এটিকে ‘লাভ ড্যান্স’ আখ্যা দিতেও ছাড়েননি। ভিডিওটি দেখে সঠিকভাবে বোঝা না গেলেও নেটিজেনরা অনেকেই লাইকস করেছেন ভিডিওটিকে। এমনকি ভিউস সংখ্যাও বেশ ঈর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে ভিডিওটির। ইনস্টাগ্রামের এই পেজটি মূলত সাপ প্রেমীদের জন্য হলেও যাঁরা সাপকে ভয় পান তাঁরাও নিজেদের মতামত দিয়েছেন। কারণ ভিডিওটি সবাইকেই বেশ আনন্দ দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)

পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সরীসৃপ প্রাণীর এই অদ্ভুত কার্যকলাপ বর্তমানে মানুষের মনে ভয়ের পরিবর্তে জন্ম দিয়েছে কৌতুহলের। সামাজিক মাধ্যমের দৌলতে বর্তমানে নানা ধরণের ভিডিও সবার সামনে চলে আসে। শিক্ষামূলক ভিডিও যেমন দেখতে পাওয়া যায় তেমনি গায়ে কাঁটা দেওয়ার মতো কিছু ঘটনাও সামনে আসে। সেই সাথে বন্য পশু প্রাণীদের কার্যকলাপও দেখতে পাওয়া মাঝে সাঝে। সোশ্যাল মিডিয়ায় সাপেরদের কার্যকলাপের ভিডিও বেশ ভাইরাল হয়। এই ভিডিওর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে লোকমুখে সাপেরদের মিলনের গল্প শোনা যায়। একে গ্রামগঞ্জের মানুষ বেশ শুভ বলেও মনে করেন।