May 18, 2024

সুদর্শন এক পুরুষের সাথে বধূবেশে ভাইরাল রাণু মন্ডলের (Ranu Mondal) ছবি। সামাজিক মাধ্যমের আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ছবি।

রানাঘাট স্টেশন থেকে বলিউডে গান গাওয়া, রাণু মন্ডলের জীবনের কাহিনী হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও। উল্কার মতো বিনোদন জগতে পরিবেশ ঘটেছিল তাঁর। বেশ কিছু হিন্দি অ্যালবামে গান গাওয়ার পরে সুরের জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন প্রতিভাবান এই শিল্পী। দারুন অর্থাভাবে কাটছে তাঁর বর্তমান সময়। কিছু ইউটিউবার মাঝে সাঝে তাঁকে নিয়ে ভিডিও বানায়। তাঁদের দেওয়া খাবার এবং অর্থসাহায্যের কারণেই দিন কোনরকমে কেটে যাচ্ছে রাণুর। বহুদিন ধরে খবরে ছিলেন না। এখন এই ভিডিওর দৌলতে আবার করে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে।

ভাইরাল ছবি দেখে নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন উঠেছে অবশেষে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাণু। সুদর্শন পুরুষটি কে এই নিয়ে প্রথদিকে সবার মনে প্রশ্ন জাগলেও অবশেষে সামনে এসেছে তাঁর পরিচয়। রাণু মন্ডলের হাঁটুর বয়সী ছেলেটি হলেন বাস্তবে একজন ইউটিউবার। আদি নামে এই যুবকটির নিজস্ব চ্যানেল রয়েছে যার নাম ‘আদি ক্রিয়েশন’ (Adi Creation) । এই ইউটিউব চ্যানেল থেকেই আপলোড করা হয়েছে ভিডিওটি। এই যুবকটির কারণেই রাণু মন্ডলের এই নতুন সাজ। তিনি নিজেই সাজিয়ে দিয়েছেন রাণুকে। চোখে মুখে সুন্দর মেকাপের কারণে সবার পরিচিত রাণু নিমেষেই হয়ে উঠেছেন সুন্দরী বধূ। লাল টুকটুকে বেনারসী এবং ওড়নায় বেশ অন্যরকম লেগেছে তাঁকে। সাজতে সাজতেই নিজের মতো করে ‘তোমার চোখের কাজলে’ (Tomar Chokher Kajole) গানটি গাইছিলেন রাণু। সুন্দরভাবে সাজার পরে যুবকটির সাথে অন্তরঙ্গভাবে বেশ কয়েকটি ছবিও তোলেন তিনি। ইউটিউবে বর্তমানে ১০ হাজার ভিউস ছাড়িয়েছে ভিডিওটি। নতুন সাজ নিয়ে রানুর নিজস্ব সলজ্জ মন্তব্যও জানা গিয়েছে। ছোটবেলা থেকেই বধূর সাজে সেজে ওঠার ইচ্ছে ছিল তাঁর। অবশেষে সেটি পূরণ হওয়ায় স্বভাবতই বেশ খুশি তিনি। কমেন্টেও অনেকেই তাঁর এই নতুন সাজের বেশ প্রশংসা করেছেন।

ইউটিউবে একসময়ে সেনসেশনে পরিণত হয়েছিলেন রাণু। দীর্ঘদিন ধরে নিজের চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলেন। তবে বর্তমানে আবার করে আগের ছন্দে ফিরে আসার চেষ্টা করছেন। নিজের প্রিয় শিল্পীর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন রাণু অনুরাগীরাও।