বাঁকুড়ার লাল মাটিতে বিরোধী স্মাগলারদের সাথে লড়াই করতে দেখা যাবে পুষ্পারাজকে। এই খবরে স্বভাবতই বেশ খুশি ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা।
আগের বছরে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পা:দ্যা রাইস’ (Pushpa: The Rise) সিনেমাটি। চন্দনের ব্যবসায় কিভাবে একজন সাধারণ শ্রমিক নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল তা নিয়েই সিনেমার গল্প। শুধুমাত্র দক্ষিণেই নয় , সর্বত্রই এই সিনেমার বাণিজ্যিক সাফল্য ছিল নজরকাড়া। আগের বছরের ব্লকব্লাস্টার হিট সিনেমার মধ্যে উপরের দিকে থাকবে এই সিনেমাটি। আল্লু অর্জুন এবং রশ্মিকার কেমিস্ট্রির সাথে টানটান অ্যাকশন দর্শকদের মন জয় করে নিয়েছিল। সিনেমাটির প্রথমভাগের নজরকাড়া সাফল্যের পরে খুব শীঘ্রই আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় ভাগ।
সিনেমাটির প্রথম ভাগের অন্তিম দৃশ্যেই দ্বিতীয় ভাগের আভাস পাওয়া গিয়েছিল। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন নতুনভাবে পুস্পা ম্যাজিক দেখতে। সংবাদসূত্রের খবর অনুযায়ী এই সিনেমার দ্বিতীয়ভাগ ‘পুষ্পা :দ্য রুলের’ (Pushpa: The Rule ) শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে পুষ্পার অনুরাগীদের এই বিষয়ে জানিয়েছেন পরিচালক সুকুমার (Sukumar)। বড়োসড়ো বেশ কিছু চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। পরিচালকের কাছ থেকেও পাওয়া গেল সেইরকমই আভাস। সূত্রের খবর অনুযায়ী আল্লু অর্জুনকে দ্বিতীয়ভাগে একদম অন্য অবতারে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে নায়কের লুক নিয়ে চিন্তাভাবনা করা শুরুও হয়ে গিয়েছে। প্রথমভাগে নায়ক ছাড়াও এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের (SP Bhanwar Singh Shekhawat) ভূমিকায় আলাদা করে নজর কেড়েছিলেন অভিনেতা ফাহাদ ফাসিল (Fahadh Faasil )। পুষ্পা টু’তে তাঁকেও আলাদা করে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয়ভাগে বাংলার মানুষের জন্য থাকছে একটা বড়ো চমক। কারণ এই সিনেমার বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হতে পারে বাঁকুড়ায়। পুষ্পারাজকে বাংলার লাল মাটিতে বিরোধী পক্ষের সাথে লড়াই করতে দেখা যাবে। এই দৃশ্যগুলির শুটিং হবে বাঁকুড়ার খাতড়ায়। তবে কবে থেকে বাংলায় শুটিং শুরু হবে এই নিয়ে পরিচালক থেকে শুরু করে প্রযোজনা সংস্থা কেউই বিস্তারিত কিছু জানায়নি। এমনকি সিনেমায় বাংলাকে কিভাবে দেখানো হবে তাও পরিষ্কারভাবে জানা যায়নি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে এই সিনেমাটির।
#PushpaTheRule starts off on an auspicious note with the Pooja Ceremony ❤️
Filming begins soon ❤️🔥
BIGGER and GRANDER 🔥#ThaggedheLe 🤙#JhukegaNahi 🤙
Icon Star @alluarjun @iamRashmika @ThisIsDSP @aryasukku @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/2OgjkOFlrF
— Pushpa (@PushpaMovie) August 22, 2022
বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাও এখানকার মানুষের মন জয় করে নিয়েছে । ফলে বলিউডের অভিনেতাদের সাথে সাথে দক্ষিণের অভিনেতাদেরও কদর বাড়ছে। তাঁদের নিয়ে আগের থেকেও চর্চা অনেকটাই বেড়েছে। দক্ষিণের সিনেমা দেখতে এখন বাংলার মানুষ হলমুখী হচ্ছেন। পুষ্পা সিনেমার বিখ্যাত ‘পুষ্পা, ঝুকেগা নেহি’ সংলাপ বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। বাংলায় এইরকম সুপারহিট সিনেমার শুটিং হলে সেটা বাংলার মানুষের কাছে নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। এছাড়া প্রিয় পুষ্পাকেও সামনে থেকে দেখার সুযোগ পাবেন তাঁরা।