May 24, 2024

দিন কয়েক ধরে এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। একে অন্যকে দোষারোপের পর্ব ও চাপানউতোর চলছে। এই সব রাজনৈতিক জটিলতার মধ্যেই আজ অর্থাৎ সোমবার বিকেলে নজরুল মঞ্চে ‛বঙ্গভূষণ’ ও ‛বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই উপলক্ষে চাঁদের হাট বসেছিল নজরুল মঞ্চে। অভিনয় জগৎ থেকে শুরু করে সংগীত জগতের তাবড় তাবড় সকল শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হল মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে। এদিনের অনুষ্ঠানে উত্তর কুমারের পরিবারের সদস্যরা হাজির ছিলেন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী নুসরত জাহান এই বছর ‛মহানায়ক’ সম্মান পেলেন। সোহম ও নুসরাত এই পুরস্কার পেয়ে আপ্লুত। অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তাঁরা ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এই বছর ‛বঙ্গভূষণ’ সম্মান দেওয়া হয় অভিনেতা তথা সাংসদ দেব , অভিনেত্রী ইন্দ্রানী হালদার , ঋতুপর্ণা সেনগুপ্ত , জুন মালিয়া, সংগীত শিল্পী ইমন চক্রবর্তী, জিৎ গাঙ্গুলী সহ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়কে। এছাড়া ‛বঙ্গবিভূষণ’ পুরস্কার পান দুই বাঙালি গায়ক কুমার শানু ও অভিজিৎ ভট্টাচার্য। আর এই সম্মান পেয়ে খুশিতে আপ্লুত কুমার শানু। মাইক হাতে নিয়ে বললেন যে ‛এতবছর ধরে গান গাইছি, বাংলা থেকে এমন সম্মান কেবলমাত্র দিদিই দিলেন’।

অন্যদিকে সঙ্গীত জগতের দুই মহীরুহ তবলা বাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, সরোদ বাদক পন্ডিত দেবজ্যোতি বসুকেও সম্মান জানানো হল। পাশাপাশি মঞ্চাভিনেতা দেবশঙ্কর হালদার, সাহিত্যিক আবুল বাসারকে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের সকলের গর্ব অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সম্মান জাননো হয়। তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এই পুরস্কারের অর্থ লিভার ফাউন্ডেশনকে প্রদান করবেন।