তারকাদের সামান্যতম বিচ্যুতি বা তাঁদের জীবনের প্রতিটা খুঁটিনাটি জানতে নেটিজেনদের অসাধারণ কৌতূহল। নৃত্যশিল্পী নোরা ফতেহি এই তারকার তালিকায় পড়েন। তিনি যথেষ্ট জনপ্রিয় এবং সমালোচিতও বটে নেটদুনিয়ায়।
View this post on Instagram
তাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে তাঁকে দেখা গিয়েছিল তিনি একটি শাড়ি পরে শুটিং ফ্লোরে আসছেন। আর শাড়িটি ধরেছিলেন তাঁর বডিগার্ডরা। এই দৃশ্য দেখতে অত্যন্ত দৃষ্টিকটু লেগেছিল। তবে নোরা কোনো সমালোচনাতেই কান দেন না। তাঁর আরও একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নোরার পরনে রয়েছে নিওন হলুদ রঙের একটি নি- লেংথ ড্রেস। ড্রেসটি প্রকৃতপক্ষে, একটি করসেট ড্রেস। ড্রেসটির শোল্ডার ডিটেলিং নজরকাড়া। ড্রেসটি বডিকন হওয়ার কারণে ফুটে উঠেছে নোরার শরীরের ভাঁজগুলো। এই পোশাকের সাথে একই রঙের স্টিলেটো পরেছেন নোরা। হাতে নিয়েছেন সবুজাভ সোনালি রঙের একটি ব্যাগ। বর্তমান ট্রেন্ড মেনে যথাযথ মেকআপ করেছেন নোরা।
View this post on Instagram
বর্তমানে নোরা ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-র বিচারকের ভূমিকা পালন করছেন। তিনি ছাড়াও এই শোয়ে বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত ও করণ জোহর। নোরা এর আগে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’-এর বিচারকের আসনে ছিলেন। তবে কোনও কারণবশত গ্র্যান্ড ফিনালে এপিসোডে তাঁকে দেখা যায়নি।