April 20, 2024

বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

সুন্দরীদের নাচ দেখতে নেটিজেনরা ভালোবাসেন। কারণ দারুন সুন্দর নাচ ও দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে সবার মন জয় করে নেন তাঁরা। নেট দুনিয়ায় রবীন্দ্র সংগীতে নৃত্য কমই দেখা যায়। সম্প্রতি এক সুন্দরী যুবতী রবীন্দ্রসংগীতে নেচে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন। এই নৃত্য শিল্পীর নাম ঝিলিক দত্ত সিংহ রায়। এই নামেই তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেল থেকে ভিডিও আপলোড করেছে ঝিলিক। এই ভিডিওই হয়ে উঠেছে সুপার ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে খোলা সবুজ পরিবেশের মধ্যে রবীন্দ্র নৃত্যশিল্পীদের পোশাকে সেজেছেন ঝিলিক। সাদা শাড়ি, লাল ব্লাউজ, সাথেই গলায় হার, হাত ভর্তি চুড়ি। এই সাজে দুর্দান্ত মানিয়েছে তাঁকে। বাঁধা চুলে সুন্দর লাল ফুল গুজেছে সে। আর নাচ তো এক কথায় অপূর্ব। সে কথা আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবনী সেনের ‘মধুরও ধ্বনি বাজে’ গানে নাচ নেচেছেন ঝিলিক।

পাঁচ মাস আগে আপলোড করেছিল এই ভিডিও। ১.১ লাখেরও বেশি মানুষ যা দেখেছে। তার সাথেই এসেছে প্রচুর লাইক। অনেক প্রশংসাসূচক কমেন্ট এসেছে ঝিলিকের উদ্দেশ্যে। যেমন একজন বলেছে -‘খুব সুন্দর হয়েছে নাচটা। আর গানটার সাথে এই সাজে তোমাকে খুব মিষ্টি লাগছে।’ অন্য একজন লিখেছেন -‘জাস্ট ফাটাফাটি’।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। ঝিলিকের ভাইরাল হয়ে ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।