
পাটের শাড়ি পরে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা মনামী ঘোষ (Monami Ghosh)। তাঁর ফ্যাশন সেন্স দেখে অনেকে তাঁকে উরফি জাভেদের (Urfi Javed) সাথেও তুলনা করেছেন।
View this post on Instagram
কিছুদিন আগে ষ্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ৩( Dance Dance Junior ) । এই শোতে দেব (Dev) এবং রুক্মিনী মৈত্রর (Rukmini Maitra) সাথে বিচারকের ভূমিকা পালন করবেন মনামী। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই পোষাকে ‘বেলাশুরু’ (Belashuru) সিনেমার ‘টাপা টিনি’ (Tapa tini) গানে নাচতে দেখা গিয়েছে। নেটিজেনরা তাঁর নাচের প্রশংসা করেছেন। কিন্তু এতো গরমের মধ্যেও পাটের তৈরী শাড়ি পরার কারণে ট্রোল করতেও ছাড়েননি। পরে তিনি জানিয়েছেন যে বাংলার পাট শিল্পীদের সম্মান জানাতেই এই পাটের শাড়ি পরেছিলেন। সমালোচনা সত্ত্বেও এই কথা স্বীকার করে নিতেই হবে এই অনুষ্ঠানে মনামীর সাজ ছিল একেবারে অন্যরকম। গলায় অক্সিডাইজড চোকার ,দুই হাতে বলা এবং আঙুলে আংটি তাঁর সমগ্র সাজটিতে এক অন্যমাত্রা যোগ করেছে। বঙ্গ নায়িকা তাঁর এই অভিনব সাজ পোশাকের কারণে ‘বাংলার উরফি জাভেদ’ তকমা পেয়েছেন। কারন উরফিও কিছুদিন আগে পাটের তৈরী পোষাক পরে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। উরফির মতো মনামীও নিজের পোষাক নিয়ে প্রায়শই এক্সপেরিমেন্ট করে থাকেন। এবারেও এর ব্যতিক্রম হয়নি।
View this post on Instagram
অনেকদিন ধরে টেলিভিশন জগতে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি মনামীকে । কিন্তু বর্তমানে সিরিয়ালের সাথে সাথে ড্যান্স রিয়েলিটি শোতে সক্রিয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে। এছাড়া বাংলা ওয়েব সিরিজেও তাঁর অভিনয় সবার মন জয় করে নিয়েছে। সব মিলিয়ে নিজের কেরিয়ারের মধ্য গগনে রয়েছেন মনামী। সময়ের সাথে সাথে সাফল্যের সাথে ধরা দিয়েছে বিতর্কও। তবে সব কিছুকে উপেক্ষা করে আগামীদিনে আরো ভালো কাজ করবেন বলে আশাবাদী তাঁর অনুরাগীরা।