April 11, 2024

পুরাণ মতে শিশু কৃষ্ণকে যখন তাঁর বাবা ভাগীরথী নদীর মধ্যে দিয়ে যখন মাথায় করে নিয়ে যাচ্ছিলেন তখন এক বিশালাকার পঞ্চমুখবিশিষ্ট সাপ ঝড়বৃষ্টির রাতে রক্ষা করেছিলেন শিশু কৃষ্ণকে। তাছাড়া আমরা যখন শ্রী কৃষ্ণের প্রতিকৃতি দেখি তখন সেখানে স্পষ্ট দেখা যায় ভগবান শ্রী কৃষ্ণকে ছায়া দিচ্ছে এক পঞ্চমুখবিশিষ্ট নাগ।

কিন্তু আদৌ কি এই রকম কোনো জীবের অস্তিত্ব রয়েছে পৃথিবীর বুকে। অনেকেই বলবেন না নেই, আবার অনেকেই বলবেন আছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে এক বিদেশি ভদ্রলোক হাতের মধ্যে একটি সাপের বাচ্চা নিয়ে নাড়াচাড়া করছেন। তবে সাধারণ সাপের বাচ্চা নয় সেটি, সেই সাপের দুটি মুখ। পঞ্চমুখবিশিষ্ট নাগের দেখা না মিললেও এবার দু মুখওয়ালা সাপের দেখা পেল বিশ্ববাসী।

প্রিহিস্টোরিক পেটস নামের এক ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখা যাচ্ছে। তাতে দেখা গিয়েছে এক সর্পপ্রেমী ব্যক্তি বেশকিছু সাপের ডিম নিয়ে তার মধ্যে থেকে সাপের বাচ্চা বের করছেন। তার মধ্যে থেকেই একটি বিরল বাচ্চা বেরিয়ে এসেছে, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ওই ব্যক্তি।
ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ মানুষ দেখেছেন সেই বিরল সাপের ভিডিওটি। আমাদের মধ্যে অনেকেই সাপকে একটু ভয়ের চোখেই দেখেন, কিন্তু এই রকম বিরল প্রজাতির সাপ দেখে অনেকেই আনন্দিত।