June 12, 2024

মিঠাই (Mithai) জি বাংলার পর্দায় একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকের মূল চরিত্র মিঠাইকে নিজের স্ত্রী হিসাবে না মেনে নিয়েও তার প্রতি সিদ্ধার্থের ভালোবাসা, বা সিদ্ধার্থকে সবসময় মিঠাই যেভাবে চোখে চোখে রাখে তা দর্শকদের মন জয় করে নেয়। সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ওরফে মিঠাই সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ। নানারকমের ফটোশুটের ভিডিও পোস্ট করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। আবার কখনো কখনো তিনি কো-স্টারদের সঙ্গে শুটিংয়ের ফাঁকেই নানা রকমের রিল ভিডিও তৈরি করেন। সম্প্রতি অনস্ক্রিন ভাসুর সোম ওরফে ধ্রুব সরকারের (Dhrubo Sarkar) সাথে ভিডিওতে মাতলেন মিঠাই। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়।

অনস্ক্রিনে ভাসুর বৌদির সাপে নেউলের সম্পর্ক হলেও অফ স্ক্রিনে তারা একে অপরের ভালো বন্ধু। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা মিঠাই ও সোমের ট্রেন্ডিং গানের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সৌমিতৃষার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মিঠাই ও সোম দুজনেই নীল রঙের জিন্স এবং কালো রংয়ের শার্ট পরেছেন। অভিনেত্রী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘আফটার এ লং টাইম উইথ ডান্স পার্টনার’। উল্লেখ্য ভিডিওটিতে তাঁদের দুজনেরই ডান্সস্টেপ ছিল অসাধারণ।

ভিডিওটি (Dance Video) ইতিমধ্যেই অনেকে লাইক, কমেন্ট ও শেয়ার করে ফেলেছেন। অনেকেই লিখেছেন ‘আফটার এ লং টাইম মিঠাই উইথ হার বড়দা’, ‘কত্ত দিন পর !!! মনটা জুড়িয়ে গেলো’ এরকম ধরনের মন্তব্য। আবার অনেক নেটিজেনই তাঁর কমেন্ট বক্সে অজস্র ভালোবাসা এবং আগুনের ইমোজি ও জুড়ে দিয়েছেন।