April 20, 2024

আল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) অভিনীত জনপ্রিয় দক্ষিণী ছবি পুষ্পার দ্বিতীয়ভাগে নায়ক নায়িকার পারিশ্রমিক বর্তমানে শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। প্রশ্ন উঠেছে পারিশ্রমিকের অসমতা নিয়েও।

আগের বছরে মুক্তি পেয়েছিল সুকুমার (Sukumar) পরিচালিত ‘পুষ্পা :দ্য রাইস’ (Pushpa: The Rise) সিনেমাটি। ছবির গল্পের সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল সংলাপ এবং গান। দক্ষিণের সাথে সাথে এখানকার মানুষও মজে ছিল পুষ্পা ম্যাজিকে। এমনকি কিছুদিন আগে নিউয়র্কেও দেখতে পাওয়া গিয়েছিল এই ম্যাজিকের ঝলক। এক সামান্য চন্দন শ্রমিকের এই ব্যবসার অন্যতম প্রধান হয়ে ওঠার কাহিনী হল পুষ্পা। প্রধান ভূমিকায় আল্লু অর্জুনের অসাধারণ অভিনয় এবং ছবিতে তাঁর লুকের কারণে ফ্যান ফলোয়ার্স সংখ্যা এই কয়েকদিনে বেড়েছে বহুগুন। অন্যদিকে সুন্দরী অভিনেত্রী রশ্মিকারও জনপ্রিয়তা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে।

ছবির সাফল্যের সাথে পাল্লা দিয়ে বেড়েছে নায়ক নায়িকার পারিশ্রমিকের অঙ্কও। ছবির প্রথমভাগের ব্যাপক জনপ্রিয়তার পরে আগামী বছরেই আসতে চলেছে এই ছবির দ্বিতীয়ভাগে ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa 2: The Rule)। ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগের ছবির থেকে পরিচালকের পাশাপাশি পারিশ্রমিকের অঙ্ক অনেকটাই বেড়েছে নায়ক নায়িকার। প্রথম ছবির বাজেট ছিল ১৮০ কোটি টাকা। বক্স অফিসে এই ছবির কালেকশন হয়েছিল প্রায় ৩৬৫ কোটি টাকা। সংবাদসূত্র অনুযায়ী, এই ছবির দ্বিতীয়ভাগের বাজেট ছিল ২০০ কোটি টাকা। কিন্তু পরিচালক থেকে শুরু করে নায়ক নায়িকা সবারই পারিশ্রমিকের অংক আগের থেকে বেড়ে যাওয়ায় স্বভাবতই বাজেট বৃদ্ধি পেয়েছে। প্রথম ছবিতে নায়িকা রশ্মিকার পারিশ্রমিক ছিল ২ কোটি টাকা। অন্যদিকে নায়ক আল্লু অর্জুনের ছিল ৫০ কোটি টাকা। ছবিতে দুজনের ভূমিকাই বেশ অনেকটা থাকলেও টাকার অংকে বেশ খানিকটা পার্থক্য ছিল। ছবির দ্বিতীয়ভাগেও চোখে পড়েছে এই পার্থক্য । দ্বিতীয় ছবির জন্য রশ্মিকা পারিশ্রমিক হিসাবে নেবেন ৪ কোটি টাকা। কিন্তু আল্লু অর্জুনের পারিশ্রমিক এই ছবির জন্য গিয়ে দাঁড়িয়েছে ১০০ কোটি টাকায়। নায়ক এবং নায়িকার মধ্যে পারিশ্রমিকের এই অসমতাই বর্তমানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে শুধুমাত্র এইখানেই নয় বলিউডে এমনকি অস্কারের মঞ্চেও নায়িকাদের এইরকম অসমতার শিকার হতে হয়েছে। এই নিয়ে অনেকবারই সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) থেকে শুরু করে দীপিকা পাডুকোন (Deepika Padukone) প্রত্যেকে।

গল্প ছাড়াও নায়ক নায়িকার কেমিস্ট্রিও ছবির সাফল্যের উপরে অনেকটাই নির্ভর করে। প্রথম ছবির সফলতার পরে অনেকেই নিজেদের পারিশ্রমিক আগের থেকে অনেকটাই বাড়িয়ে দেন। তবে নায়ক এবং নায়িকার পারিশ্রমিকের মধ্যে পার্থক্য কম বেশি সব জায়গায়তেই দেখতে পাওয়া গিয়েছে। লিঙ্গবৈষম্যের কারণে হওয়া এই ঘটনা আগামীদিনে অনেকটাই প্রভাব ফেলবে বিনোদন জগতে।