May 20, 2024

কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের কাজ অর্থাৎ অভিনয় ছাড়াও তিনি হামেশাই তাঁর বিভিন্ন মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কঙ্গনা ও বিতর্কিত মন্তব্য যেন পরস্পরের সমার্থক শব্দ! নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ও বিভিন্ন সাক্ষাৎকারে এই অভিনেত্রী প্রায়‌ই এমন কিছু বলে থাকেন যা রীতিমতো শোরগোল ফেলে দেয়।

কঙ্গনা কেরিয়ার জীবনের শুরুর দিকে নিজের অভিনয়ের মাধ্যমে ভারতবাসীর মন জয় করে নিয়েছিলেন। একের পর এক দুর্দান্ত সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তবে গত কয়েক বছর ধরে তিনি যেন একটু বেশি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পছন্দ করছেন। বিভিন্ন বিষয়ে নিজের বিতর্কিত মতামত পেশ, ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য তারকাদের তীব্র সমালোচনা, নিজেকে কোণঠাসা দেখানো প্রভৃতির মাধ্যমে কঙ্গনা বারংবার নিজেকে বিতর্কের বিষয় করে তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবার‌ও এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

কঙ্গনা উল্লেখ্য সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি একবার বাধ্য হয়ে অভিনেতা শাহিদ কাপুরের (Shahid Kapoor) সঙ্গে রাত কাটিয়েছিলেন এবং সেই রাতে শাহিদ তাঁকে যারপরনাই বিরক্ত করেছিলেন। স্বাভাবিকভাবেই কঙ্গনার এই মন্তব্যে সর্বত্র‌ই শোরগোল পড়ে যায়, নেটদুনিয়ায় এই সাক্ষাৎকারের ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায়। তবে আসল বিষয়টি একটু অন্য, কোনো এক সিনেমার শ্যুটিংয়ের জন্য কঙ্গনা ও শাহিদকে এক বরফের জায়গায় যেতে হয়েছিল। সারাদিন শ্যুটিংয়ের পর তাঁদের থাকার জন্য একটি কটেজে একটিমাত্র ঘরের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল। সেই রাতে সারাদিন শ্যুটিংয়ের পর কঙ্গনা ঘুমোতে চেয়েছিলেন, কিন্তু সারারাত ধরে শাহিদ তাঁর বন্ধুদের নিয়ে হুল্লোড়ে মেতে থাকায় তা সম্ভব হয়নি। আর এই আচরণের ফলেই কঙ্গনা শাহিদের ওপর প্রচন্ড বিরক্ত হয়েছিলেন।