May 24, 2024

নাচ দেখতে সবারই ভাল লাগে, আর সে নাচ যদি মানুষের না হয়ে হয় একটি পাখির তাহলে ত কথাই নেই। এমনই একটি নাচ সম্প্রতি ভাইরাল হয়েছে। পুরনো হিন্দি সিনেমা ‘তিসরি কসম’ এর বিখ্যাত গান ‘সাজন রে ঝুট মত বোলো’। সেই গানের তালে তালে একটি টিয়া পাখি পাঁচিলে আপন মনে নেচে চলেছে। গানটি অবশ্য কোন রেকর্ডে বাজছে না, গাইছেন স্বয়ং পাখির মালিক।

‘মিঠু তোতা’ নামে ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে টিয়া পাখির এই নাচ। ভিডিওতে দেখা যায় ঘাড় নাচিয়ে নাচিয়ে সে এই গানে নাচছিল। দেখে মনে হয় সে বেশ উপভোগ করছে এই নাচ। পুরো পাঁচিল জুড়ে ঘুরে ঘুরে নিজের মতো করে নেচে গেছে মিঠু নামক টিয়াটি। নাচের সাথে সাথে পেশাদার শিল্পীর মতো যতটা পেরেছে গানের সাথে ঠোঁট মিলিয়েছে সে। পাখিটি বেশ বুদ্ধিমান বলেই মনে হয়। মালিকের সাথে কথা বলতে এবং তাঁর কথার ঠিকঠাক জবাব দিতেও তার কোন অসুবিধা হয়নি।

এর আগেও টিয়াপাখির গান করা কিংবা নাচের ভিডিও সামনে এসেছে নেটদুনিয়ায়। টিয়া পাখি মানুষের সাথে কথা বলতে কিংবা তাদের ভাষায় কথার উত্তর দিতে পারে। এইজন্যই টিয়া পোষ্য পাখি হিসাবে এত জনপ্রিয়। দু সপ্তাহ আগে ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ৬ মিলিয়ন লোক দেখেছেন। লাইক সংখ্যা ৩২ হাজার। এ থেকেই বোঝা যায় এই বুদ্ধিমান টিয়াপাখি মিঠু র প্রেমে পড়েছেন বহুলোক।

টিয়ার সঙ্গে সময় কাটাতে সবারই ভাল লাগে। গতানুগতিক জীবনে তা এক নতুনত্ব এনে দেয়। এই কারণে এই পাখিদের ভিডিও বেশ আনন্দ দেয় দর্শকদের। এই ভিডিওটিতে পাখি এবং মালিকের মধুর সম্পর্কের একটি চিত্র উঠে এসেছে, আর সেটাই এই ভিডিও ভাইরাল হওয়ার আসল কারণ। দুজনে একে অপরের সঙ্গ উপভোগ করার মুহুর্তের যাদুই ভিডিওকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।