July 21, 2024

সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমাঝেই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। বর্তমানে নেটিজেনদের মধ্যে একাংশ নিজেদের প্রতিভা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো করে তুলে ধরে পোস্ট করে থাকেন। সেইসব পোস্ট যদি সত্যিই ভালো হয় তাহলে মানুষ তার প্রশংসা করেন। কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল‌ও হয়ে যায় সেই পোস্ট। আবার উল্টোপাল্টা কিছু হলে পোস্টদাতাকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়, বিপুল পরিমাণে সমালোচনার ঝড় ওঠে খুব সহজেই।

মানুষদের বিভিন্ন কীর্তিকলাপের পাশাপাশি বিভিন্ন পশু-পাখির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কোনো কোনো ক্ষেত্রে বাড়ির পোষ্যের ভিডিও কেউ নিজেই পোস্ট করে থাকেন অথবা রাস্তাঘাটে বা আশেপাশের কোনো দৃশ্য চোখে পড়লে তা রেকর্ড করে পোস্ট করা হয়। এমন কী অনেক সময়ে বনের পশুদের বিভিন্ন দৃশ্য‌ও ক্যামেরাবন্দী হয়ে থাকে। এবারও ঘটেছে তেমনই এক ঘটনা। এক বাঘ সংরক্ষণ কেন্দ্রের অভ্যন্তরীণ দৃশ্যের ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


সম্প্রতি ভাইরাল হয়েছে এক চিতাবাঘের শিকার করার ভিডিও। চিতাবাঘ যে শিকারী প্রাণী এই বিষয়টি সকলে জানলেও ভিডিওর চিতাবাঘের শিকার করার ধরণ নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় এক ২০ ফুট উঁচু গাছের ডালে বসে এক চিতাবাঘ অন্য একটি গাছের ডালে বসে থাকা হনুমানের বাচ্চার ওপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে। কিছুক্ষণ সময় পরেই ওই চিতাবাঘ হনুমানের বাচ্চাটিকে শিকার করার উদ্দেশ্যে এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দেয় এবং ৩০ ফুট উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে। তবে এর মধ্যেও সেই চিতাবাঘ সফল হয় হনুমানের বাচ্চাটিকে শিকার করতে। অত উঁচু থেকে পড়েও সে তার মুখ থেকে হনুমানের বাচ্চাটিকে ছেড়ে দেয় না। নেটিজেনরা এমন দৃশ্য দেখে অবাক হ‌ওয়ার সাথে সাথেই শিউরে উঠেছেন। মধ্যপ্রদেশে অবস্থিত ‘পান্না টাইগার রিজার্ভ’-এর ট্যুইটার পেজ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।