April 13, 2024

ফের বিরাট রদবদল টিআরপি (TRP) তালিকায়! দীর্ঘদিন ধরে রাজত্ব করেও শেষরক্ষা করতে পারল না ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি। এমনকি সেরা তিনেও জায়গা করতে পারল না। এমনিতেই বাংলা টেলিভিশন চ্যানেলগুলিতে বিভিন্ন ধারাবাহিকের মধ্যে টিআরপি নিয়ে লড়াই চলতে থাকে। প্রত্যেক সপ্তাহে টিআরপি রেটিংকে ধরে রাখার এই লড়াই জারি থাকে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে। এই সপ্তাহের টিআরপি তালিকায় দেখা যাচ্ছে অন্য সমস্ত ধারাবাহিকগুলিকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ‘গাঁটছড়া’ (Gaantchhora) ধারাবাহিকটি। ফ্যাশন রাম্পে হেঁটেই বাজিমাত করল খড়ি-দ্যুতিরা।

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বেঙ্গল টপার হওয়া ‘মিঠাই’ ধারাবাহিকটি চ্যানেল টপারও হতে পারেনি। নতুন সপ্তাহে স্বমহিমায় ফিরে এসেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি।টিআরপি রেটিংয়ে ৮.২ নম্বর পেয়ে ধারাবাহিকটি সপ্তাহের সেরা হয়েছে। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে ৮.০ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। ৭.৪ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘আলতা ফড়িং’। ব্যাঙ্কবাবুকে কী ভাবে বিপদের হাত থেকে ফড়িং রক্ষা করবে সেই নিয়েই জমে উঠেছে ধারাবাহিকটি। ৭.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। অন্যদিকে ৭.১ নম্বর নিয়ে ‘ধুলোকণা’ ধারাবাহিকটি রয়েছে পঞ্চম স্থানে। ৬.৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকটি।

নীচে এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা দশ ধারাবাহিকের রেটিং তালিকা :-

প্রথম :- গাঁটছড়া (৮.২)
দ্বিতীয় :- গৌরী এলো (৮.০)
তৃতীয় :- আলতা ফড়িং (৭.৪)
চতুর্থ :- মিঠাই (৭.২)
পঞ্চম :- ধুলোকণা (৭.১)
ষষ্ঠ :- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৮)
সপ্তম :- জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া (৬.৪)
নবম :- সাহেবের চিঠি ও খেলনা বাড়ি (৫.৯)
দশম :- মাধবীলতা (৫.৭)