April 19, 2024

সম্প্রতি নিজের অভিনয় জীবনের এক মজার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। এর আগেও বেশ কিছু কথা অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এইবারের ঘটনা বেশ অন্যরকম।

২০০৩ সালে ‘নাটের গুরু’ (Nater Guru) সিনেমার মধ্যে দিয়ে সিনেমা জগতে পা রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা কোয়েল। এর পরে এখনও পর্যন্ত দর্শকদের অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ‘বন্ধন’ (Bandhan), ‘শুধু তুমি’ (Shudhu Tumi), ‘মানিক’(Manik), ‘প্রেমের কাহিনী’ (Premer Kahini) , ‘সাত পাঁকে বাঁধা’ (Saat Paake Bandha) প্রভৃতি। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের (Nispal Singh) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। বিয়ের পরেও অনেক সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে ‘মিতিন মাসি’ (Mitin Mashi) সিনেমায় তাঁকে একেবারে অন্যরকমভাবে পেয়েছিল দর্শক। চিরাচরিত নায়িকার ইমেজ ছেড়ে বুদ্ধিমতী এবং সাহসী মহিলা গোয়েন্দার চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এছাড়া ‘রক্ত রহস্য’ (Rawkto Rawhoshyo) , ‘সাগরদ্বীপের যখের ধন’ (Sagardwipey Jawker Dhan) কিংবা ‘বনি’ (Bony) -এর মতো সিনেমাতেও তাঁকে অন্যরূপে দেখতে পেয়েছিল দর্শক।

নিজের দীর্ঘ সফল অভিনয় জীবনে টলিউডের বেশ অনেক নায়কের সাথেই কাজ করেছিলেন কোয়েল। তবে কেরিয়ারের শুরুতে দেবের (Dev) সঙ্গেই বেশিভাগ ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। তাঁদের দুজনের এই জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। ১৪ বছর আগে মুক্তি পেয়েছিল ‘মন মানে না’ (Mon Mane Na) সিনেমাটি। সেই সিনেমার নস্ট্যালজিয়া এখনও বর্তমান দর্শকদের কাছে। সেই ছবির সঙ্গেই জড়িত একটি মজার কাহিনী জানতে পারা গেল অভিনেত্রীর কাছ থেকে। এই ছবির একটি দৃশ্যে বাসের মধ্যে পূর্বনির্ধারিত সিটে বসার কথা ছিল নায়ক দেবের। কিন্তু তিনি তখন সহযাত্রীদের সাথে ঝগড়ায় ব্যস্ত। সিনেমার গল্প অনুযায়ী সেই সুযোগে দেবের সিটে বসে পড়বেন কোয়েল। শুটিংয়ের সময় অভিনেত্রী বাসের বাইরে পরিচালকের নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে কোয়েল জানিয়েছেন, ভেতরের আওয়াজের কারণে শট নেওয়ার জন্য পরিচালক যে তাঁর নাম ধরে ডাকছিলেন সেটা তিনি শুনতে পাননি। তিনি তখন প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অনেক পরে পরিচালকের ডাকে তাঁর সম্বিৎ ফেরে এবং শুটিং শুরু করেন। শুটিং ভুলে প্রকৃতির দৃশ্য দেখার জন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি।

সিনেমায় নায়ক নায়িকের কেমিস্ট্রি কিংবা তাঁদের অভিনয় যেমন দর্শকদের আনন্দ দেয় তেমনি ক্যামেরার পিছনে ঘটে যাওয়া ঘটনা জানতে পারলেও বেশ মজা পান তাঁরা। মাঝে মধ্যেই সিনেমার এইরকম অনেক না জানা ঘটনা সামনে আসে অনুরাগীদের যা পুরনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।