April 20, 2024

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুরগির সাথে এক কেউটে সাপের লড়াইয়ের ভিডিও। সন্তানদের বাঁচাতে অসম এই লড়াইয়ে মুরগির সাহসের প্রশংসা করেছেন নেটিজেনরা।

পৃথিবীতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন মা। সন্তানদের জন্য সবরকমের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতেও পিছপা হন না তাঁরা। শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই নয় পশু পাখি সবার ক্ষেত্রেই এটি দেখতে পাওয়া যায়। সন্তানকে ভালো এবং নিরাপদে রাখার সবরকমের প্রচেষ্টা করে থাকেন মায়েরা।

‘ওয়াইল্ড কোবরা’ (Wild Cobra) নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল ভিডিওটি। ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে একটি মুরগির খাঁচার মধ্যে ঢুকে গিয়েছে একটি বিশালাকায় কেউটে সাপ। দশটি ছানা নিয়ে সেখানে সংসার পেতেছিল মা মুরগি। মুরগির ছানাগুলিকে শিকার করার জন্যই যে সাপের আগমন সেটা বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়ে মা মুরগি। কেউটে সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ, যার এক ছোবলেই মৃত্যু অনিবার্য। কিন্তু সন্তানদের রক্ষা করার জন্য নিজের আসন্ন মৃত্যুকে সামনে দেখতে পেয়েও যথাসাধ্য লড়াই করেছে মুরগিটি। নিজের ঠোঁট দিয়ে ক্রমাগত আঘাত করে গিয়েছে সাপটিকে। সাপটিও তার ফণা দিয়ে মুরগিটিকে আঘাত করেছে। তবে সাপের বারংবার ছোবল খাওয়া সত্ত্বেও নিজের সন্তানদের বাঁচাতে লড়াই চালিয়ে গিয়েছে মুরগিটি। তবে শেষ পর্যন্ত এই লড়াইয়ে মাতৃত্বের জয় হয়েছে কিনা সেটা জানা যায়নি। ভিডিওটি আপলোডের কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। অসংখ্য লাইকস এবং কমেন্টস এসেছিল ভিডিওটিতে। প্রত্যেকেই মা মুরগির প্রশংসা করেছেন। মায়েরা সন্তানদের জন্য লড়াই করতে যে ভয় পায়না সেটা এই মুরগিটি সবাইকে দেখিয়ে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে বিভিন্ন ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু হাড়হিম করা ভিডিও থাকে। এই ভিডিওটি দেখে মানুষের গায়ে কাঁটা দিলেও মা মুরগির এই লড়াই দেখে অনেকেই বেশ অনুপ্রাণিত হয়েছেন। মায়ের ভালোবাসা এবং স্নেহ মানুষ ভাষায় প্রকাশ করতে পারে। এমনকি প্রতিবাদ করলেও সবাই বুঝতে পারে। কিন্তু যারা পারে না তাদের প্রকাশের ভিন্ন ভাষা দেখতে পাওয়া গেল এই ভিডিওর মাধ্যমে।