September 13, 2024

সম্প্রতি জনপ্রিয় শিল্পী ভুবন বাদ্যকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাখিদের সাথে সময় কাটানোর সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন এই শিল্পী।

জীবিকা নির্বাহের জন্য একসময় কাঁচা বাদাম বিক্রি করতেন ভুবনবাবু। বাদাম বিক্রি করার সময় তাঁর গাওয়া গান একসময় ভাইরাল হয়ে যায় চতুর্দিকে। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন গানের দৌলতে। তাঁর গানের জনপ্রিয়তা একসময় ছাড়িয়েছিল দেশ কালের গণ্ডিও। এর পরে অ্যালবামে গান গাওয়ার সুযোগ পেয়ে আরো বেশি পরিচিতি পেয়েছিলেন। পেশাদার জগতে সাফল্য পাওয়ার পরে বর্তমানে তাঁর আর্থিক উন্নতিও হয়েছে। নিজের পুরনো বাড়িকে নতুনভাবে সাজিয়েছেন। গানের পাশাপাশি যাত্রাতেও যোগ দিয়েছেন সম্প্রতি।

বেশ কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন ভুবনবাবু। সেই ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে ছাদের উপরে উঠে পাখিদের সাথে কথা বলার চেষ্টা করছেন শিল্পী। এমনকি পাখিদের খাবার খাওয়ানোর সময় দর্শকদের সাথেও কথা বলছিলেন। পাখিদের খাবার খাইয়ে বেশ খুশি তিনি। তাঁর মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে উঠেছে মনের আনন্দ। বর্তমানে নিজের এই চ্যানেল থেকে ভালো পরিমানে পরিচিতি পেয়েছেন ভুবনবাবু। চ্যানেল থেকে উপার্জনও মন্দ নয় তাঁর। আগে শুধুমাত্র বাংলাতেই কথা বলতেন। এখন হিন্দিতেও কথা বলার চেষ্টা করেন তিনি। সব মিলিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছে তাঁর।

প্রতিভা মানুষের জীবনকে কতটা বদলে দিতে পারে সেটার সবচেয়ে বড় উদাহরণ হলেন ভুবনবাবু। সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পরে তাঁর জীবনযাত্রা যেমন বদলে গিয়েছে তেমনি তাঁর কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে আগে থেকে অনেক বেশি।