‘মিঠাই’ (Mithai) অবশেষে আবার বাজিমাত করেছে! টিআরপি তালিকার (TRP LIST) প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক। একটানা ৪৬ সপ্তাহ টিআরপি তালিকার প্রথম স্থানে থেকে রেকর্ড গড়ে ‘মিঠাই’, তবে পরবর্তী সময়ে প্রথম স্থান হাতছাড়া হলেও বরাবর এই ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচেই থেকেছে। সম্প্রতি ধারাবাহিকের এক প্রোমো প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকেরা আবার আগ্রহী হয়ে পড়েন। মোদক বাড়িতে নিপা-রুদ্রের রিসেপশন চলাকালীন ওমি আগরওয়ালের গুলি করতে যায় সিদ্ধার্থকে, আর উচ্ছেবাবুকে বাঁচাতে গিয়ে সেই গুলি লাগে মিঠাইয়ের বুকে। চমকপ্রদ এই মোড় ‘মিঠাই’ ধারাবাহিককে টিআরপি তালিকার হারানো প্রথম স্থান আবার ফিরিয়ে দিয়েছে।
গত সপ্তাহের টিআরপি তালিকার টপার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবারে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার ‘গৌরী এলো’ ও স্টার জলসার ‘গাঁটছড়া’। অন্যদিকে, গতবার দ্বিতীয় স্থানে থাকলেও ‘ধুলোকণা’ এবার রয়েছে পঞ্চম স্থানে, গতবারের তৃতীয় ‘আলতা ফড়িং’ এই সপ্তাহে চতুর্থ স্থানে নেমে গিয়েছে।
•দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকার সেরা দশ স্থানে থাকা ধারাবাহিকের নাম:
১)প্রথম- মিঠাই (৮.৫)
২)দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার ( ৮.০)
৩)তৃতীয়- গৌরী এলো (৭.৯)
গাঁটছড়া (৭.৯)
৪)চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)
৫)পঞ্চম- ধুলোকণা (৭.৫)
৬)ষষ্ঠ- মন ফাগুন (৬.৩)
অনুরাগের ছোঁয়া (৬.৩)
৭)সপ্তম- উমা (৬.২)
৮)অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৬.০)
৯)নবম- এক্কা দোক্কা (৫.৮)
১০)দশম- খেলনা বাড়ি (৫.৬)