Categories
বিনোদন ভাইরাল ভিডিও ভিডিও

আমি বারবার সন্তানের জন্ম দিতে চাই! প্রকাশ্য মঞ্চে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি

বর্তমান টলিউড জগতের তারকারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে সক্রিয়। তাঁরা ভক্তদের সাথে নিজেদের জীবন ভাগ করে নিতে পছন্দ করেন। নিজেদের কাটানো একান্ত মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। আর সেই সমস্ত ভিডিও এবং ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

বাংলা সিনেমা জগতের অন্যতম নক্ষত্র অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি নিজের অভিনয় দিয়ে বাংলা সিনেমা জগতের যেমন নিজের পরিচয় তৈরি করেছেন। একইসাথে শুভশ্রী একজন মা। তিনি এখন উপভোগ করেছেন নিজের মাতৃত্বকে। সেই পরম আনন্দের মুহুর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন তাঁর প্রিয় ভক্তদের সাথে।

অন্তস্বত্তা থাকাকালীন সময় নিজের চেহারা নিয়ে বহু সমালোচনার শিকার হতে হয়েছিল শুভশ্রীকে। কিন্তু কোন কিছুতেই আমল দেননি শুভশ্রী। উপভোগ করেছিলেন নিজের আসন্ন মাতৃত্বকে। সন্তান জন্মের পর নিজের অমূল্য সময় দিয়েছিলেন নিজের সন্তানকে। সেই ছোট্ট সন্তান ইউভান একটু বড় হওয়ার পরেই আবার নিজেকে স্লিম অ্যান্ড ফিট ফিগারে ফিরে এসেছেন। এবার দারুণ এক লুকে ধরা দিয়েছেন তারকা শুভশ্রী গাঙ্গুলী। কিছুদিন আগে পরিবারসহ মালদ্বীপ ভ্রমণ করেছেন তিনি। সেখানেও তাঁর হট লুকের বহু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড শোতে শুভশ্রী সকলের সামনেই জানান তিনি বারবার মা হতে চান‌‌। তাঁর সন্তান দ্বিতীয় সন্তান এলে তিনি ততটাই খুশি হবেন যতটা ইউভানের জন্মের সময় হয়েছিলেন। আসলে একজন নারীর কাছে মাতৃত্ব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মাতৃত্বের অনুভূতি কেমন একজন মা ছাড়া কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়। সেই অনুভূতি ঠিক কতটা সুন্দর বোঝাতে শুভশ্রী মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলি বলেছিলেন। এছাড়াও অভিনয় সম্পর্কেও অনেক কথা তিনি এই মঞ্চে শেয়ার করেছেন।