April 20, 2024

এবারের টিআরপি তালিকায় (TRP List) ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Laxmi Kakima Superstar) বাজিমাত করে দিয়েছে! ৮.২ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত জি বাংলার অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক। সম্প্রতি ‘দিদি নং ওয়ান’ (Didi No. 1) রিয়েলিটি শোয়ের সঙ্গে এই ধারাবাহিকের এক মহামিলন পর্ব সম্প্রচারিত হয়, তার জেরেই সোজা টিআরপি তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।

তবে আবারও জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) আশানুরূপ ফলাফল করতে পারেনি। গত সপ্তাহের থেকে রেটিং পয়েন্ট বেশি পেলেও এই সপ্তাহেও ‘মিঠাই’ চতুর্থ স্থানেই রয়েছে। গতবারের টপার ‘ধুলোকণা’ এবারে নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে ও তৃতীয় স্থানে থাকা ‘গৌরী এলো’ পঞ্চম স্থানে জায়গা পেয়েছে, এক‌ই স্থানে রয়েছে ‘গাঁটছড়া’ ধারাবাহিক‌ও। এবারে গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা ‘আলতা ফড়িং’ তৃতীয় স্থানে উঠে এসেছে।

•এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশ স্থানে থাকা ধারাবাহিকের তালিকা:

১)প্রথম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)

২)দ্বিতীয়- ধুলোকণা (৭.৯)

৩)তৃতীয়- আলতা ফড়িং (৭.৭)

৪)চতুর্থ- মিঠাই (৭.৬)

৫)পঞ্চম- গৌরী এলো (৭.৪)

গাঁটছড়া (৭.৪)

৬)ষষ্ঠ- এই পথ যদি না শেষ হয় (৬.৩)

৭)সপ্তম- উমা (৬.২)

৮)অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.১)

৯)নবম- বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)

১০)দশম- খেলনা বাড়ি (৫.৬)

তবে এবারে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ‘মন ফাগুন’ ভক্তদের হতাশ হতে হয়েছে, এই ধারাবাহিক প্রথম দশেই স্থান অর্জন করতে পারেনি। অপরদিকে, নতুন দুই ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ও ‘খেলনা বাড়ি’ টিআরপি তালিকার নবম ও দশম স্থান দখল করে নিয়েছে।