April 12, 2024

এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হয়েছে! বাজিমাত করে দিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘ধুলোকণা’ (Dhulokona)। তবে একসময়ের টপার ‘গাঁটছড়া’ (Gantchhora) এই সপ্তাহে টিআরপি তালিকার প্রথম তিনে আসতে পারেনি। এই সপ্তাহেও আশানুরূপ ফল করতে পারেনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। গত কয়েক মাস ধরেই এই ধারাবাহিকের ফলের ক্রমশ অবনতি ঘটছে। টিআরপি তালিকার প্রথম স্থান হারালেও ‘মিঠাই’ এতদিন জি বাংলা চ্যানেলের সব ধারাবাহিকের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করে আসছিল।

কিন্তু এইবারে সেই স্থান‌ও হারিয়েছে ‘মিঠাই’। সিদ্ধার্থের বাবা সমরেশ মোদকের বিয়ের মতো চমকপ্রদ ট্যুইস্ট আসলেও ধারাবাহিকের ফল মোটেও ভালো হয়নি। এই সপ্তাহে অপরাজিতা আঢ্যের ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lakshmi Kakima Superstar) টিআরপি তালিকার দ্বিতীয় স্থান ও জি বাংলার সেরা ধারাবাহিকের স্থান দখল করেছে, ‘গৌরী এলো’ রয়েছে টিআরপি তালিকার তৃতীয় স্থান ও চ্যানেলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে, অন্য স্বাদের নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় সপ্তম স্থান দখল করে নিয়েছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List):
১)প্রথম- ধুলোকণা (৮.৪)
২)দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
৩)তৃতীয়- গৌরী এলো (৭.৩)
৪)চতুর্থ- মিঠাই (৭.২)
গাঁটছড়া (৭.২)
আলতা ফড়িং (৭.২)
৫)পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৫)
৬)ষষ্ঠ- মন ফাগুন (৬.১)
৭)সপ্তম- উমা (৬.০)
বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)
৮)অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৯)
৯)নবম- আয় তবে সহচরী (৫.৩)
লালকুঠি (৫.৩)
খেলনা বাড়ি (৫.৩)
১০)দশম- উড়ন তুবড়ি (৪.৫)