September 8, 2024

নিজের মাতৃত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশী অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)। অভিনেতা শাকিব খানের (Shakib Khan) সাথে বিবাহবিচ্ছেদের পরে পুত্রসন্তানকে নিয়ে সুখেই রয়েছেন বলে মনে করেছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু সাম্প্রতিককালে তাঁর করা এই রকম মন্তব্য ঘিরে তৈরী হয়েছে বিতর্ক।

২০০৫ সালে ‘কাল সকালে’ (Kaal Sokale) সিনেমার মধ্যে দিয়ে বিনোদন জগতে অভিষেক ঘটেছিল অপুর। ২০০৬ সাল থেকে টানা এখনো পর্যন্ত অভিনয় করছেন বাংলাদেশের এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ‘কোটি টাকার কাবিন’ (Koti Takar Kabin) , ‘স্বামীর সংসার’ (Swamir Songshar), ‘রাজনীতি’ (Rajneeti) , ‘লাভ ম্যারেজ’ (Love Marriage) প্রভৃতি। ২০১৩ সালে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay) বিখ্যাত ‘দেবদাস’ (Devdas) উপন্যাসের বাংলাদেশি রিমেকে পার্বতীর (Parvati) ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বাংলাদেশের সুপারস্টার বলে পরিচিত শাকিব খানের সাথে বেশ কিছু সিনেমায় অভিনয় করার সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৮ সালে অভিনেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপু। অভিনেতার সাথে গোপনে বিয়ে করার পরে ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের খবর। ছেলে আব্রাম খান জয়ের (Abraam Khan Joy) জন্মের পরে বেশিদিন স্থায়ী হয়নি তাঁদের দাম্পত্য জীবন। ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে অপু এবং শাকিবের। তবে ছেলে বর্তমানে অপুর কাছেই থাকে।

 

View this post on Instagram

 

A post shared by APU BISWAS (@apubiswas.official)

ছেলের জন্মের পরে বেশ কিছুদিন বিরতি নেওয়ার পরে আবার করে কাজের জগতে ফিরে এসেছেন অপু। বাংলাদশে বেশ কিছু সিনেমায় অভিনয় করার পরে বর্তমানে টলিউডে দেখতে পাওয়া যাবে তাঁকে । সুবীর মন্ডল (Subir Mondal) পরিচালিত শর্টকাট ছবিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) বিপরীতে অভিনয় করবেন । এই ছবির কারণে এখন কলকাতায় রয়েছেন অপু। শুটিং শেষ হয়ে গেলেও এখন প্রোমোশনের কাজে ব্যস্ত তিনি। একমাত্র ছেলেকে বাংলাদেশে নিজের বাড়িতে রেখে এইখানে এসেছেন। কলকাতায় কাজ করার ইচ্ছে বহুদিনের থাকলেও নিজের শরীরের কারণে সম্ভব হয়ে উঠছিল না। কারণ সন্তান জন্মের পরে বেশ মোটা হয়ে গিয়েছিলেন নায়িকা। তাঁর স্থুল শরীর নিয়ে নানারকম ট্রোলেরও শিকার হয়েছিলেন তিনি। তবে সব সমালোচনা সরিয়ে স্লিম এবং ট্রিম হয়ে আবার করে অভিনয় জগতে ফিরেছেন। বর্তমানে কাজের সুযোগ অনেকে বেড়ে গিয়েছে তাঁর কাছে। তাই কখনো কখনো তাঁর মনে হয়েছে ভুল করে মা হয়ে গিয়েছেন তিনি। শাকিবের সাথে গোপনে বিয়ে এবং সন্তানের জন্মের কারণে বারংবার তাঁর ব্যক্তিগত জীবন সবার সামনে এসেছে। বিয়ে সফল না হওয়ায় তাঁর আক্ষেপ থাকলেও পুত্রসন্তানই তাঁর জীবন। তবে ছেলের খেয়াল রাখার সাথে সাথে চুটিয়ে কাজও করতে চান তিনি। নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে সামঞ্জস্য রেখে চলায় বিশ্বাসী অপু। ছেলেকে স্বামীর ছত্রছায়া থেকে বাঁচিয়ে নিজের মতো করে বড়ো করতে চান। বিয়েটা সফল না হলেও তিনি মা হিসেবে সফল। একা লড়াই করে ছেলেকে নিজের মতো করে বড়ো করে তুলতে চান তিনি। যাতে সেও পরবর্তীকালে তাঁর কাজের জায়গার সাথে মানিয়ে নিতে পারে। বাস্তবে তাঁরা একসাথে না থাকলেও শাকিবের সাথে জুটি বেঁধে কাজ করতে তাঁর কোনো অসুবিধা নেই।

 

View this post on Instagram

 

A post shared by APU BISWAS (@apubiswas.official)

অনেক অভিনেত্রীই নিজের অভিনয় জগৎ এবং ব্যক্তিগত জীবনকে সমানতালে বজায় রেখে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পেরেছেন। সিঙ্গেল মাদার হিসেবে নিজের সন্তানকে বড়ো করে তোলার দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা। অভিনেত্রী অপুও সফল অভিনেত্রীর সাথে সাথে একজন সফল মাও হয়ে উঠতে চান।