July 21, 2024

ভারতের পতাকা নিয়ে নিউইয়র্কেও দেখতে পাওয়া গেল ‘পুষ্পা’ ম্যাজিক। সম্প্রতি ‘নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডে’ (New York India day parade) সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই অনুষ্ঠানের সমস্ত ভিডিও।

১৯৮৫ সালে ‘ভিজেথা’ (Vijetha ) সিনেমায় শিশুচরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ( Gangotri) সিনেমার মধ্যে দিয়ে সিনেমা জগতে অভিষেক হয়েছিল তাঁর। এর পরে বেশ কিছু সিনেমায় উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। ২০০৪ সালে ‘আর্য’ (Arya) সিনেমায় অভিনয়ের জন্য ‘স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড’ (Special Jury Award) পেয়েছিলেন অভিনেতা। নিজের দীর্ঘ সফল অভিনয় জীবনে অভিনয় এবং নাচের কারণে এর পরেও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আল্লু। বর্তমানে দক্ষিণের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হলেন আল্লু। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে অন্যতম হল ‘সারাইনাডু’ (Sarrainodu) , ‘সন অফ সত্যমূর্তি’ (S/O Satyamurthy) , ‘ভেদাম’ (Vedam) প্রভৃতি। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা :দ্যা রাইস’ (Pushpa: The Rise) সিনেমার জন্য তিনি ভারতজুড়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন।

‘পুষ্পা’ সিনেমাটি বাণিজ্যিকভাবে চূড়ান্ত সফলতা পাওয়ার পরে আল্লু অর্জুন সবারই প্রিয় অভিনেতা হয়ে গিয়েছেন। আর এই সিনেমার বিখ্যাত সংলাপ ‘ঝুকেগা নেহি ‘ জ্বরে কাবু হননি এইরকম খুব জনই রয়েছেন। কিছুদিন আগে এই জাদু দেখতে পাওয়া গিয়েছিল নিউয়র্কেও । সেখানে প্রিয় ‘পুস্পা’কে দেখতে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত। এই অনুষ্ঠানে অভিনেতাকে তাঁর স্ত্রী স্নেহা রেড্ডির সাথে স্টেজে উঠে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করতে দেখতে পাওয়া গিয়েছিল । ভারতের পতাকা হাতে পুষ্পার মতো করে বলা তাঁর সংলাপ নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র। ‘ইয়ে ভারত কা তিরাঙ্গা হে, কাভি ঝুঁকে গ নেহি’ সংলাপের মধ্যে দিয়ে আপামর ভারতীয়দের মন জয় করে নিয়েছেন দক্ষিণের এই অভিনেতা। এই অনুষ্ঠানের অনেক ভিডিওই বর্তমানে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। সুদৃশ্য একটি গাড়িতে রীতিমতো ভিআইপির মতো করে অভিনেতা এবং তাঁর স্ত্রীকে সম্মান জানিয়ে স্টেজে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে গ্র্যান্ড মার্শাল উপাধিতে ভূষিতও করা হয়েছিল। সাদা স্যুটে সুদর্শন এই নায়ককে আরো সুন্দর লাগছিল। অন্যদিকে হলুদে রঙের চুড়িদারে তাঁর স্ত্রীকেও তাঁর পাশে যথেষ্ট সুন্দর লেগেছে। এই অনুষ্ঠানে শুধুমাত্র দক্ষিণ ভারতের নয় সমগ্র ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। বিদেশের মাটিতে নিজের মতো করে ভারতের মান বাড়ালেন আল্লু। এই ঘটনার পরে অভিনেতার প্রতি তাঁর ভক্তদের সম্মান এবং ভালোবাসা আরও দ্বিগুন হয়ে গিয়েছে সেটা বলাই বাহুল্য।

পরের বছরের শুরুর দিকে আবার করে ‘পুষ্পা’ ম্যাজিক দেখা যাবে এই সিনেমার দ্বিতীয়ভাগে। নতুনভাবে নতুনরূপে আবার করে অনুরাগীদের সামনে আসবেন অভিনেতা। দক্ষিণের সুপারস্টারের বাংলাতেও যেভাবে ভক্ত সংখ্যা বেড়েছে তাতে দ্বিতীয় সিনেমাটিও নিঃসন্দেহে ব্লকক্লাস্টার হিট হবে সেটা সব আল্লু ভক্তরাই আশা করছেন।