April 19, 2024

আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে পুরো পৃথিবীটাই চলে এসেছে আমাদের হাতের মুঠোয়। এরই মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের খবর আমাদের চোখের সামনে উঠে আসে। সম্প্রতি পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম উঠল সাভারের রানীর। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের ভুট্টি জাতের সাদা রঙের এই গরুটি গত বছর ১৯ শে আগস্ট মাত্র ২বছর বয়সে পেটে গ্যাস জমে মারা যায়। রানী মারা যাওয়ার পর তার ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে গিনেস কর্তৃপক্ষ (Guiness World Record) বাংলাদেশের রানী হিসেবে পরিচিত এই গরুটিকে পৃথিবীর সবথেকে ছোট গরুর তকমা দেয়।

পৃথিবীর সবচেয়ে ছোট গরু (World Smallest Cow) হিসেবে স্বীকৃতি পেতে গত বছরের ২রা জুলাই আশুলিয়ার শিকড় আগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করে। ফার্ম কর্তৃপক্ষের এই প্রস্তাবকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড সোমবার রাতে নিশ্চিত ও করে। ফার্ম কর্তৃপক্ষই গরুটিকে এতদিন ধরে সংরক্ষণ করে রেখেছিল। এই খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ আবু সুফিয়ান বিবিসি বলেন ‘খবরটি আনতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তবে রানী বেঁচে থাকলে আমাদের জন্য এটি আরো আনন্দের হতো’।

উল্লেখ্য খর্বাকৃতি রানীর উচ্চতা ছিল ২০ ইঞ্চি। প্রস্থ ছিল ২৭ ইঞ্চি। ওজন হয়েছিল ২৬ কেজি। যদিও এর আগে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে ২০১৪ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়েছিল ভারতের কেরালা রাজ্যের মানিকিয়ান নামে একটি গরু। যার উচ্চতা ছিল ২৪.৭ ইঞ্চি।