September 11, 2024

ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS) এর তরফ থেকে প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা দুজনেই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নামঃ Probationary Officer/ Management Trainee

মোট শূন্যপদ : ৬৪৩২

শূন্যপদের বিন্যাস ও বিনিয়োগকারী ব্যাংক :
ব্যাংক অফ ইন্ডিয়া ৫৩৫ টি, কানারা ব্যাংক ২৫০০ টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৫০০ টি, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক ২৫০, ইউকো ব্যাঙ্ক ৫৫০ টি ও ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া ২০৯৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : যে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী ব্যাক্তি আবেদন করতে পারবেন।

বয়স : প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ আগস্ট ২০২২ অনুযায়ী। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেনীর আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি : অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি, ফোন নং থাকতে হবে। পাসপোর্ট সাইজের ফটো ও সই স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের সময়সীমা : ২০ শে অগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন ফি : আবেদন ফি বাবদ SC/ST/ PWBD প্রার্থীরা ১৭৫+GST ও অন্যান্যদের ক্ষেত্রে ৮৫০ টাকা+ GST ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি : প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্র :
আসানসোল, দূর্গাপুর, বহরমপুর, বর্ধমান, কলকাতা, হুগলি, হাওড়া, হলদিয়া, কল্যানী, পশ্চিম মেদিনীপুর ও শিলিগুড়ি।

পশ্চিমবঙ্গের মধ্যে মেইন পরীক্ষা কেন্দ্র :
আসানসোল, কলকাতা, কল্যাণী ও শিলিগুড়ি।

পুরো নোটিফিকেশনটি পড়তে এখানে ক্লিক করুন [Click Here]

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন [Click Here]