April 20, 2024

সোশ্যাল মিডিয়া (Social Media) এমন একটি মাধ্যম যেখানে আমরা নিত্যদিনই হরেক রকমের ভিডিও দেখে থাকি। এই সমস্ত মজাদার ভিডিওগুলি দেখে একদিকে যেমন আমাদের মনে আনন্দের উদ্রেক হয়, অন্যদিকে এই সমস্ত ভিডিও মাঝেমধ্যেই আমাদের হতবাক করে তোলে। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন জনসাধারণের সুপ্ত প্রতিভার প্রকাশ হচ্ছে, অন্যদিকে তেমনি বিভিন্ন রকমের পশু পাখিদের অবাক করা ভিডিও ভাইরাল (Viral) হচ্ছে। পশু পাখিদের মধ্যে এই সমস্ত ট্যালেন্ট দেখে রীতিমতো অবাক হয়ে যাই আমরা অনেকেই।

কিন্তু অনেকেই হয়তো ভাববেন মানুষের প্রতিভাতো আমরা জানি, কিন্তু পশুপাখিদের মধ্যে কি প্রতিভা থাকতে পারে! সম্প্রতি এমনই এক অবাক করা ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। যেখানে দুটি টিয়া পাখির অদ্ভুত রকম নৃত্যপ্রতিভা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই টিয়া পাখিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় টিয়া পাখি মানুষকে নকল করে হুবহু কথা বলছে। অনেক সময় খাঁচায় বন্দি এই পাখিদের বিভিন্ন রকমের কার্যকলাপ আমাদের অবাক করে দেয়। কিন্তু সম্প্রতি টিয়া পাখি মানুষের অনুকরণে নৃত্য প্রদর্শন করে অবাক করে দিয়েছে লক্ষ লক্ষ দর্শককে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি টিয়া পাখি (Parrots Video) রয়েছে,তাদের মধ্যে একটি টিয়াকে চুপ করে বসে থাকতে দেখা গেলেও অন্য টিয়াটি তাকে মনোরঞ্জন করার জন্য অদ্ভুত ভঙ্গিমায় নাচতে শুরু করেছে। এই টিয়া দুটিরই ভাব প্রকাশের একটি অভিব্যক্তি ক্যামেরায় বন্দী হয়েছে, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। অনেকেই বলেছে টিয়া পাখি দুটি নয় বন্ধু অথবা প্রেমিক প্রেমিকা হতে পারে। একটি টিয়ার মনোরঞ্জন করার জন্য অন্য টিয়াটি অবিকল বলিউডের শাহরুখ খানের মতো দুটো ডানা উড়িয়ে নাচ করে যাচ্ছে আপন মনে। এ যেন ভালোবাসার বহিঃপ্রকাশ, এমনটাই মনে করছেন অনেকে। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই টিয়া পাখির নাচ হটকেকের মত বিকোচ্ছে। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই নেটিজেনরা লাইক এবং কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছে ভিডিওটিতে।