September 15, 2024

বেশ কয়েক বছর আগেও শিক্ষক-শিক্ষিকাদের (Teachers) প্রতি ছাত্র-ছাত্রীদের মনে ভয়মিশ্রিত শ্রদ্ধা কাজ করতো। তবে এখন চারপাশের বদলের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের রসায়নের‌ও অনেকাংশে পরিবর্তন ঘটেছে। বর্তমানে অনেক ক্ষেত্রেই শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে খোলামেলা বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকেন। ফলে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শিক্ষার্থীদের মনের চরম ভয় বর্তমান সময়ে অনেকটাই কেটে গিয়েছে।

অনেক জায়গাতেই শিক্ষক-শিক্ষিকারা এখন শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে বিভিন্ন কাজ করে থাকেন। এই ধরণের দৃশ্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তেমনভাবেই বেশ কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ‌ওয়া এক ভিডিওতে এক শিক্ষিকার কোমর জড়িয়ে ধরে এক ছাত্রকে রোম্যান্টিক হিন্দি গানের সাথে নাচ করতে দেখা গিয়েছিল। ভিডিওতে ওই শিক্ষিকা ক্লাসরুমের মধ্যেই ছাত্রের সঙ্গে জনপ্রিয় হিন্দি গানে ঘনিষ্ঠভাবে নেচেছেন।

ইউটিউবে পোস্ট হ‌ওয়ার পর এই ভিডিও ঝড়ের গতিতে খুব তাড়াতাড়িই ভাইরাল হয়ে যায়। নীল শাড়ি পরে নৃত্যরত স্কুল শিক্ষিকার পরিচয় বা এই ভিডিও কোন স্কুলের সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে অনুমান করা যায়, স্কুলের কোনো ঘরোয়া অনুষ্ঠানে হয়তো শিক্ষিকা এই নাচ পরিবেশন করেছেন। নেটিজেনদের একাংশ বিশেষত পুরুষেরা শিক্ষিকার এমন আকর্ষণীর শরীরি বিভঙ্গে নাচ দেখে উচ্ছ্বসিত হয়েছেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ছাত্র ও শিক্ষিকার ঘনিষ্ঠ নাচের এই ভিডিওটি দেখে নিয়েছেন। তবে এর পাশাপাশি অনেকেই ক্লাসরুমের মধ্যে এমন দৃশ্য দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে কেউ কেউ তীব্র ধিক্কার জানিয়ে তীব্র সমালোচনামূলক কমেন্ট করেছেন।