Categories
ভাইরাল ভিডিও ভিডিও

সোনা রোদের হাসি দেখে, খোলা মাঠে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

‘সোনা রোদের হাসি দেখে’ (Sona Roder Hasi Dekhe) গানের সঙ্গে দুর্দান্ত নেচে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এক সুন্দরী যুবতী! নেটদুনিয়ায় হামেশাই মৌমিতা বিশ্বাস (Moumita Biswas) নামক এই যুবতীর বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে। এই কথা অনস্বীকার্য যে নেটদুনিয়া এখন প্রতিভা বিকাশের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যে কেউ এখন নিজের যে কোনো প্রতিভার ভিডিও রেকর্ড করে নেট দুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যখন খুশি পোস্ট করতে পারেন। ইন্টারনেটের সহজলভ্যতাকে ব্যবহার করে এইভাবে নিজের প্রতিভা খুব সহজেই সকলের কাছে পৌঁছে দেওয়া যায়।

কারোর পোস্ট করা কনটেন্ট অর্থাৎ ভিডিও যদি নেটিজেনদের পছন্দ হয় তবে সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হ‌ওয়া সেইসব ভিডিওতে যাঁদের প্রতিভা নেটিজেনদের মন জয় করে তাঁরাও রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। এইভাবে নেটদুনিয়ায় বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়া স্টার বা সেলিব্রিটি হয়ে উঠেছেন। ইউটিউবে এমন‌ই জনপ্রিয় এক চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ২৭ হাজার।

সম্প্রতি জিৎ (Jeet) ও কোয়েল (Koel) অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা ‘শুভদৃষ্টি’ (Shubhodrishti)-র গান ‘সোনা রোদের হাসি দেখে’ (Sona Roder Hasi Dekhe)-এর সাথে মৌমিতার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। গত দশকের জনপ্রিয় এই গানের সাথে নাচের এই ভিডিওতে সুন্দরী এই যুবতীর দক্ষ স্টেপস ও ঘায়েল করা এক্সপ্রেশন নেটিজেনদের মুগ্ধ করেছে। হলুদ রঙের শাড়ি-কালো ব্লাউজ, হাতভর্তি লাল চুড়ি ও কানে ঝোলা দুল পরে চুলে লাল ফিতে দিয়ে দুই বিনুনি বেঁধে মানানসই সাজে এই ভিডিওতে মৌমিতাকে ভীষণ মিষ্টি দেখিয়েছে। খোলা পরিবেশে গানের তালে তালে তাঁর প্রাণবন্ত নাচ ও এনার্জি সত্যিই প্রশংসার দাবি রাখে। ৬ মাসের পুরনো এই ভিডিওর ভিউজ সংখ্যা ৫ লাখ ১৬ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published.