Categories
অফবিট ভাইরাল ভিডিও ভিডিও

বার্ষিক অনুষ্ঠানে স্কুল ইউনিফর্মেই দুর্দান্ত নেচে মঞ্চ মাতালেন এক ছাত্রী, ভাইরাল ভিডিও

করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর অবশেষে কয়েকদিন হল পড়ুয়ারা আবার আগের মতো স্কুল-কলেজ যাতায়াত শুরু করেছে। দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাস চলার পর শুরু হয়েছে অফলাইন পঠন পাঠন। স্কুল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষক-শিক্ষিকারা আমাদের শেখান পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ও জীবনে দরকার আছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি চলে নানা রকমের বিনোদনমূলক অনুষ্ঠান ও। সম্প্রতি স্কুল পড়ুয়া (School Girl) এক ছাত্রীর নাচের ভিডিও (Dance Video) নেটদুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। উল্লেখ্য ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে তন্বী নামক ১৪-১৫ বছরের এক ছাত্রী স্কুলের ইউনিফর্ম পরে স্কুলেরই কোন অনুষ্ঠানে অসম্ভব আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভোজপুরি গানে (Bhojpuri Song) ডান্স পারফরম্যান্স করে চলেছে। স্টেজের ওপর তার এই অসাধারণ ডান্স পারফরম্যান্স দেখে রীতিমত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। মেয়েটি নিজের জাতীয় ভাষায় এত সুন্দর ও সাবলীলভাবে ডান্স করে দেখিয়েছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পড়ুয়াটি নাচে খুব দক্ষ এবং রীতিমত প্রশিক্ষণপ্রাপ্ত। কোনরকম কস্টিউম ও মেকআপ ছাড়া মেয়েটির এই ডান্স পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে দর্শকেরা।

‘কেশাভ রাজবংশী’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। অনেক দিনের পুরোনো এই ভিডিওটি আবার নতুন করে শেয়ার হতেই রীতিমত ভাইরাল (Viral) হয়ে গেছে। ভিডিওর কমেন্ট বক্স বর্তমানে নেটিজেনদের নানারকম প্রশংসা মূলক মন্তব্যে উপছে পড়ছে।