May 21, 2024

বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরে সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। অর্থ উপার্জনও করা সম্ভব। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই বিখ্যাত হয়ে উঠেছেন। অনেক মনোরঞ্জনমূলক ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। যেমন এইবার একজন শিক্ষিকা এবং তার দুই ছাত্রের নাচের ভিডিও ভাইরাল হল। যা দেখে নেটিজেনরা খুব মজা পেয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বড় ক্লাসরুম। ক্লাসরুমের চারদিকে রয়েছে সারিবদ্ধ বেঞ্চ এবং বড় টেবিল চেয়ার। চারপাশে অজস্র স্টুডেন্টরা বসে আছে। তারা হঠাৎ শিক্ষিকাকে আবদার করতেই তিনিও নাচতে রাজি হয়ে গেলেন। তারপর আর কি! ক্লাসরুমের মধ্যেই উদ্দাম নৃত্য মেতে উঠলেন শিক্ষিকা। শিক্ষিকার পরনে রয়েছে কালো ব্লাউজ এবং সাদা শাড়ি। গান শুরু হতেই নাচ শুরু করে দেন শিক্ষিকা। তাঁর সঙ্গে আরো দুজন ছাত্র যোগ দেয়। কখনো ছাত্রদের কাঁধে হাত রেখে কখনো বা তাদের সাথে কোমর দুলিয়ে সেকি নাচ শিক্ষিকার। তাঁর নাচের বিভঙ্গ কোন নায়িকার থেকে কিছু কম নয়। ক্লাস রুমের মধ্যেই ডিজে বক্স-এ গান চালানো হয়েছে। তবে কিছুক্ষণ নাচের পরে হঠাৎ লজ্জায় থেমে যান শিক্ষিকা।

এদিকে এই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হতেই নিন্দার বন্যা বয়ে গিয়েছে। একজন শিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের প্রতি কর্তব্য পালন থেকে বিচ্যুত হয়েছেন বলে মনে করেছেন অনেকে। জবাবদিহি চেয়েছেন নেটিজেনরা। ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের উপর জাতীয় শিক্ষক এপিজে আব্দুল কালামের ছবি ছিল। সেই ছবির সামনে কিভাবে নিজের পেশাকে এত খাটো করতে পারলেন ওই শিক্ষিকা! এই কারণে নিন্দায় মুখর নেটিজেনরা।