নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই সব ভিডিওর এক বড় অংশজুড়ে বাচ্চাদের ও পশু-পাখিদের নানারকম দৃশ্য দেখতে পাওয়া যায়। নেটিজেনদের পছন্দের তালিকায় প্রথম দিকেই বাচ্চা ও পশু-পাখিদের একসাথে রেকর্ড করা ভিডিও থাকে। যা প্রায়ই ভাইরাল হয়।
বেশিরভাগ সময়েই পশু পাখিদের মজার বিভিন্ন মুহূর্তের ভিডিও দেখলে যে কারোর মন ভালোলাগায় ভরে ওঠে। সেরকমই একটা ছোট্ট পাখিটি কতটা নিখুঁতভাবে শব্দ অনুকরণ করতে পারে তার ভিডিয়োটি ‘গুচি গৌড়া’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
অনেক তোতাপাখিই নানান শব্দ নকল করতে পারে। শুধু মানুষই নয়, অন্যান্য জীবজন্তু আওয়াজও তারা নকল করে। কিন্তু সেই সবকিছুই যেন ছাপিয়ে গেল এক লাল তোতাপাখি। আইফোনের রিংটোন নকল করায় দক্ষ সে। লাল তোতাপাখিটির নাম গুচি। সে বেঙ্গালুরুতে থাকে। নেটিজেনরা তার এই ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন। ছোট্ট পাখিটি কতটা নিখুঁতভাবে শব্দ অনুকরণ করতে পারে তা সত্যিই দেখার মতো। ভিডিয়োটি ‘গুচি গৌড়া’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে পোষা Vosmaeri eclectus (ছোটো লেজের তোতা)-এর ভিডিয়ো এবং ছবি শেয়ার করা হয়। তোতাপাখি-প্রেমী পূজা দেবরাজ এবং হর্ষিত এই অ্যাকাউন্টটি চালান। গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিয়ো।
View this post on Instagram
‘এটি কোনও eclectus তোতাপাখির করা সবচেয়ে নিখুঁত অনুকরণ,’ এমনই মত প্রকাশ করেছেন এক নেটিজেন।
eclectus তোতাপাখি ভারতের নেটিভ প্যারটের মধ্যে পড়ে না। এগুলি সবই ক্যাপটিভ ব্রেড। তবে জেনে রাখবেন, ভারতে প্রকৃতিতে পাওয়া যায়, এমন যে কোনও পাখি পোষা দণ্ডনীয় অপরাধ।