April 19, 2024

বর্তমানে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া (Social Media) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সোশ্যাল মিডিয়ার সাইটগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সাইট হল ইউটিউব। ইউটিউব একটি জনপ্রিয় চ্যানেল হল ‘ডান্স স্টার মৌ’।

ইউটিউব চ্যানেল ডান্স স্টার মৌ থেকে আপলোড করা জনপ্রিয় বাংলা সিনেমা ‘নবাব’ এর একটি অত্যন্ত জনপ্রিয় গান ‘দেবো তোকে ষোল আনা’তে গানের সাথে নাচের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।সিনেমাতে গানটি গেয়েছেন শাদাব হাশমি ও আকৃতি কাক্কার। দর্শকদের মন জয় করে নিয়েছে মৌয়ের অনন্য নৃত্য পরিবেশনা।

এই যুবতীর ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে খোলা প্রান্তরে ধানক্ষেতের পাশে কালো রংয়ের লেহেঙ্গা চলিতে অসামান্য ভঙ্গিমায় নাচছেন তিনি। দুই হাতে কালো চুড়ি এবং দারুণ সাজপোশাকে মৌকে অসামান্য সুন্দর লাগছিল। প্রত্যেকবারের মত এবারও তাঁর কোরিওগ্রাফি ও অভিব্যক্তি ছিল দেখার মত। বিভিন্ন রকমের গানের নাচের ভিডিও বানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সম্প্রতি তাঁর শেয়ার করা এই ভিডিওটি ঊনআশি হাজার দর্শক দেখেছে। এছাড়া অজশ্র লাইক পেয়েছে ভিডিওটা। আর নেটিজনেরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। ইতিমধ্যেই তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় লাখ ছিয়াশি হাজার।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। মৌয়ের ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।