April 28, 2024

বর্তমানে ইন্টারনেটের (Internet) সহজলভ্যতার যুগে সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেইসব বিভিন্ন ধরণের ভিডিওর কোনোটা দেখে নেটিজেনরা হেসে লুটিয়ে পড়েন, কোনোটা দেখে আতঙ্কে শিহরিত হয়ে ওঠেন, কোনো ভিডিও দেখে ভালোলাগায় মন ভরে যায়, আবার কোনো ভিডিও দেখে মন ভারাক্রান্ত হয়ে যায়। সমস্ত ধরণের ভিডিও অর্থাৎ বিভিন্নরকম কনটেন্টের মিশেলে নেটদুনিয়ায় প্রায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও ভাইরাল হয়।

অনেক সময় এমন হয় ভাইরাল ভিডিওটি কোন স্থানের সেই বিষয়ে কিছুই জানা যায় না। কোথায় সেই ভিডিওর উৎস বা কে সেই ভিডিও রেকর্ড করেছেন তা নেটিজেনদের কাছে সম্পূর্ণরূপে অজানাই থেকে যায়। ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে যেমন বেশিরভাগ সময়েই মানুষের বিভিন্ন কার্যকলাপ দেখা যায়, তেমনই পশু-পাখিদের‌ও বিভিন্ন কীর্তিকলাপ‌ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পশু-পাখিদের ব্যতিক্রম বা সাধারণ বিভিন্ন কাণ্ডকারখানা ভাইরাল হয়ে থাক। বাড়ির পোষ্য হোক বা বন্য, পশু-পাখিদের বিভিন্ন আচরণ দেখতে কমবেশি সকলেই পছন্দ করেন।

সম্প্রতি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে এক টিয়াপাখির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ‘আফ্রিকান গ্রে প্যারট’ (African Grey Parrot)-কে অবিকল মানুষের মতো কথা বলতে দেখা গিয়েছে। ইউটিউবে চার বছর আগে ‘ভিওএ নিউজ’ নামক এক চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিওর শুরুতে ৩০ বছর বয়সী এই টিয়াপাখিটিকে ঝরঝরে ইংরেজি বলতে শোনা গিয়েছে। এছাড়াও,এই টিয়াপাখিটি অন্যান্য বিভিন্ন পশু-পাখির আওয়াজ‌ও দারুণভাবে নকল করতে পারে। এমন কী, এই ছাই রঙের এই বিশেষ টিয়াপাখি মুখ দিয়ে ঝর্ণার জলের আ‌ওয়াজ, কল থেকে জল পড়ার আওয়াজ, স্পেসশিপের আওয়াজ করতেও সক্ষম। টিয়াপাখির এই দুর্দান্ত প্রতিভা নেটিজেনদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। আফ্রিকার এক চিড়িয়াখানায় থাকা এই টিয়াপাখির ভিডিও অনেক মানুষ দেখেছেন, ভিডিওটি ১০ লাখের‌ও বেশি মানুষ লাইক করেছেন ও কমেন্ট বক্সে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন।