September 9, 2024

সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই নিজের প্রতিভা আজকাল পৌঁছে দিতে পারে সারা দুনিয়ার কাছে। বড়দের মতো ছোটরাও এই ব্যাপারে পিছিয়ে নেই। ছোটদের নাচ গানের ভিডিও নেটিজনেদের খুবই আনন্দ দেয়। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে এক ক্ষুদের নাচ। যা দেখে রীতিমতো বিস্মিত নেটিজেনরা।

সম্প্রতি গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যের অত্যন্ত জনপ্রিয় গান ‘কমলায় নিত্য করে থমকিয়া থমকিয়া’ তে কোমর দুলিয়েছে এক ক্ষুদে। কিছুদিন আগে এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়। সেই গানে ক্ষুদে মেয়ের কোমর দোলানো দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা।

আসলে মজা করে ভিডিও বানানো হয়েছে। শিশুটি এতটাই ছোট যে নাচ সম্পর্কে তার কোন ধারণাই নেই। কমলা গানের সাথে তাকে লালপাড় হলুদ সুন্দর টুকটুকে শাড়িতে সাজানো হয়েছে। বাড়ির ছাদে আপন মনে ঘুরে ফিরে এই গানেতে মাঝেমধ্যে কোমর দোলাচ্ছে শিশুটি। তারপর একটি প্লাস্টিকের চেয়ারের ওপর পা ঝুলিয়ে লাল পাড় হলুদ শাড়ি পড়ে বসে আছে এক রত্তি মেয়ে। তার বাড়ানো দু পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন তার মা। লাল রংয়ের ইনারের সাথে লাল হলুদ শাড়িতে শিশুটিকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছিল। ছোট্ট একটি কাজলের টিপে আর মিষ্টি লাগছিলো এই ছোট্ট মেয়েটিকে। সরস্বতী পূজা উপলক্ষে এই গানে নেচেছে এ। এক মাথা ঘোমটা দিয়ে গানের তালে তালে কোমর দোলাতে দেখা যায় তাকে।

এই নাচ নেটিজেনদের অত্যন্ত আনন্দ দিয়েছে। প্রায় তিন মাস আগে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ৩৫ হাজার ভিউ পেয়ে গেছে। আপাতত কমলায় নৃত্য করে গানের সাথে এই ছোট্ট শিশুর নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।