July 24, 2024

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি নিজের ইন্সটা একাউন্ট থেকে নিজের এক সাহসী ছবি শেয়ার করেছেন। এই ছবিতে তাঁর লুক ছিল হট। ভাইরাল এই ছবিতে তাঁর পরনে ছিল সোনালী রঙের নেটের পোশাক। সাথে ম্যাচিং ইয়ারিং এবং বাঁধা চুলে অভিনেত্রীকে অসাধারণ সুন্দরী লেগেছে।


এর আগেও তাঁর বেশ কিছু ছবি পুরুষ অনুরাগীদের হৃদয়ে আলোড়ন তুলেছিল। লেবু রঙের শার্টের সাথে রঙিন স্কার্ট কিংবা প্রিন্টেড বিকিনিতেও সামান্থা বেশ বোল্ড অবতারে ক্যামেরার সামনে এসেছেন। অনুরাগীরা নিজের প্রিয় অভিনেত্রীকে এই গ্ল্যামারাস অবতারে দেখে স্বভাবতই খুশি। অনেকেই ছবিতে লাভ ইমোজি দিয়ে নিজেদের ভালোবাসা জানিয়েছেন।


আবার অনেকে কমেন্টবক্সে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইলের কারণেও সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন ‘পুষ্পা’র অভিনেত্রী সামান্থা। মূলত দক্ষিণের নায়িকা হলেও সামান্থার অনুরাগী বর্তমানে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রয়েছে। দক্ষিণের ছবিগুলি এখন ভারতের অন্যান্য প্রদেশেও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। সেকারণে সাউথের ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারাও বলিউডের স্টারেদের মতো জনপ্রিয় হয়ে উঠছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে।

সামান্থা অনেক তেলেগু এবং তামিল সিনেমায় নিজের অভিনয় প্রতিভার প্রমাণ। ২০১০ সালে তেলেগু পরিচালক গৌতম বাসুদেব মেননের ছবি ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির মধ্যে দিয়ে রূপোলী পর্দায় পা রাখেন তিনি। এরপরে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। সাউথের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও সাউথ ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডও রয়েছে তাঁর ঝুলিতে। সাম্প্রতিককালে পুষ্পা :দ্য রাইস ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই ছবির জন্য শুধুমাত্র সাউথ নয় এখানকার মানুষেরও মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।