September 8, 2024

বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে নিত্যদিন কত কিছুই না ভাইরাল হয়। ছোট থেকে বড় সকলের কাণ্ডকারখানা মুহুর্তের মধ্যেই আমাদের চোখের সামনে উঠে আসে। আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করি। তাই নেটদুনিয়ায় এই সমস্ত ভিডিওর ভিউ হু হু করে বাড়ে। সম্প্রতি এক ক্ষুদে পড়ুয়ার (Child) মজাদার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে শোরগোল ফেলে দিয়েছে।

ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশুকে তার মা লেখাপড়া করতে বলায় সে পড়াশোনা নিয়ে রীতিমতো তাঁর মাকে হুমকি দিচ্ছে। এমনকি তার মায়ের মুখ থেকে পড়াশোনার কথা শুনে সে রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তার সামনে একটি খাতা খোলা থাকায় সে তার মাকে জানায় যে সে এতে খুব বিরক্ত হচ্ছে। ক্ষুদেটি হুমকি দিয়ে এও বলে যে সে কেন এই পৃথিবীতে আছে?

এর পাশাপাশি সে তার মাকে জানায় ‘আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব’। সে কেন পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? এই প্রশ্নের উত্তরে সে তার মাকে বলে সে এই পৃথিবীতে আর থাকতে চায় না। এরজন্য এই ছোট্ট শিশুটি তার মা ও পড়াশোনাকেই একমাত্র দায়ী করেছে। শুধুমাত্র এতেই থেমে থাকেনি ব্যাপারটা। শিশুটি আশ্চর্যজনকভাবে তার মাকে ধমকি ও দেয়। এমনকি ভিডিওটিতে এই ছোট্ট শিশুটিকে খাতার ওপর পেন্সিল ঠুকে প্রতিবাদ ও জানাতে দেখা যায়।


নেটদুনিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে সকলেই হেসে গড়াগড়ি খাচ্ছেন। এমনকি এই ছোট্ট শিশুটির মা ও হেসে কুটোপাটি খেয়েছেন। আবার অনেকেই শিশুটির কাণ্ডকারখানা দেখে একেবারে তাজ্জব হয়ে গিয়েছেন। আপাতত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।