April 20, 2024

যে রাধে সে কি চুল বাঁধে না? সেইরকমই ভাল অভিনেতা হলে কি অশিক্ষিত হতে হবে? টলিউডে দর্শকের জন্য নিত্যনতুন গল্প উপহার দেন এই তারকারা। প্রসেনজিৎ, দেব, জিৎ সহ এই তারকাদের অগুণতি ভক্ত। এই তারকাদের কাজের বাইরে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। ব্যক্তিগত জীবনে কোন টলিউড তারকার পড়াশোনা কতদূর জানেন কি? না জানা থাকলে জেনে নিন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা টলিউডের ইন্ডাস্ট্রির সুপারস্টার। দক্ষ অভিনেতা হওয়ার সাথে তিনি ছাত্রজীবনে তুখোড় ছিলেন পড়াশোনায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক প্রসেনজিৎ।

টলিউড স্টার দেব। আসল নাম দীপক অধিকারী। টলিউড ইন্ডাস্ট্রিতে দেব নামেই জনপ্রিয় তিনি। পাশাপাশি তাঁর রাজনৈতিক কেরিয়ারও ভালই চলছে। পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

টলিউড হোক কিংবা রাজনৈতিক কেরিয়ার, যশ দাশগুপ্তের নাম খবরে থাকে। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর খবরের শিরোনামে থাকতেন তিনি। সিবিএসসি বোর্ড থেকে দশম মান পাশ করেছেন এই অভিনেতা।

ব্যোমকেশ বক্সী থুড়ি আবির চট্টোপাধ্যায় নামজাদা অভিনেতা। মহিলাদের মধ্যে বিশেষ জনপ্রিয় তিনি। গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজ থেকে এমবিএ করেছেন আবির।

টলিউড স্টার জিৎ ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক। অবাঙালি হলেও নিখুঁত বাংলা বলেন জিৎ।

অঙ্কুশ হাজরার ফ্যান ফলোয়িং অনেক।হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে স্নাতক অঙ্কুশ। বর্তমানে টলিউডে দাপিয়ে অভিনয় করছেন তিনি।

অনির্বাণ ভট্টাচার্য বর্তমানে টলিউডের সেরা অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা সবাই জানেন। অভিনয়ের পাশাপাশি একটি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে স্নাতকোত্তর পাশ অনির্বাণ।