June 19, 2024

বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের ভিতরে লুকানো প্রতিভাকে তুলে ধরার একমাত্র উপযুক্ত প্লাটফর্ম হল সোশ্যাল মিডিয়া (Social Media)। কিন্তু মানুষদের সাথে সাথে বর্তমান সময়ে পশু-পাখিদের বিভিন্ন রকমের মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে আমাদের চোখের সামনে। পশু পাখিদের এই সমস্ত মজাদার কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনই ভাইরাল (Viral) হচ্ছে। আর আমরা এই সমস্ত ভিডিওগুলি দেখতে খুবই পছন্দ করি। তাই নেটদুনিয়ায় এই সমস্ত ভিডিওর ভিউ হু হু করে বাড়ে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া উত্তাল করে তুলেছে। যেখানে দেখা যাচ্ছে একটি বিষধর কোবরা সাপের সাথে খেলা করছে একটি ক্ষুদে। আপাতত এই ভিডিও (Snake Video) নেটদুনিয়ায় হটকেকের মতো বিকোচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে শিশুটি বারান্দায় বসে আছে, তার সামনেই রয়েছে একটি বিষধর কালো রঙের কিং কোবরা। কিন্তু শিশুটির মধ্যে ভয়ের লেশমাত্র নেই। আমরা সকলেই এতে ভয় পেলেও বাচ্চা শিশুটি কোনরকম ভয় না পেয়ে সাবলীলভাবে সাপটির সাথে খেলা করে যাচ্ছে। শুধুমাত্র এতেই থেমে থাকেনি ব্যাপারটা। কিং কোবরা ফনা তুলতেই শিশুটি হাত দিয়ে ধরে সাপটিকে বারবার সরিয়ে দিচ্ছে। এ যেন সত্যিই এক গা ছমছমে ব্যাপার!


‘@awituchuz’ নামক একটি টুইটারের পেজ থেকে সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তা দেদার ভিউ পেয়ে গেছে। অজস্র নেটিজেন ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্যের পাশাপাশি নিন্দা ও করছেন। অনেকেই লিখেছেন এত বিষধর সাপের সামনে শিশুটিকে এভাবে রাখা উচিত হয়নি। সোশ্যাল মিডিয়ায় এর আগে আমরা বিভিন্ন রকমের প্রতিভার, মজাদার ভিডিও ,ভয়ের ভিডিও অথবা পশু পাখিদের কেন্দ্র করা বিভিন্ন রকমের ভিডিও দেখেছি কিন্তু এই বিষধর সাপের সাথে শিশুটির এভাবে খেলা করার ভিডিও এই প্রথমবার দেখা গেল।