September 16, 2024

ইউটিউবার জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakroborty) আবারও অসাধারণ নাচ পরিবেশন করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন! বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতি এখন এক শ্রেণীর মানুষের প্রতিভা বিকাশের জায়গা হয়ে উঠেছে। বিশেষত ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে অনেকেই নিজেদের ভিডিও পোস্ট করে থাকেন। ইউটিউবে যাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিডিওতে ভিউজ-লাইক-কমেন্টস যত বেশি থাকে তাঁকে তত জনপ্রিয় বলে গণ্য করা হয়।

বাংলা ইউটিউবের দুনিয়ায় এমনই এক অন্যতম ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘জেসি’স ওয়ার্ল্ড’ (JC’s World)। জনপ্রিয় এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৭৪.৯ হাজার। জয়ন্তী চক্রবর্তী নামের এক সুন্দরী যুবতী নিজের নামের এই চ্যানেল থেকে নিয়মিত নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। উল্লেখ্য এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরণের গানের সঙ্গে পরিবেশিত নাচের ভিডিও পোস্ট করা হয়। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া প্রায় প্রতিটি ভিডিওই কম-বেশি ভাইরাল হয়ে থাকে।

সম্প্রতি ‘জেসি’স ওয়ার্ল্ড’ চ্যানেল থেকে ‘গুরু’ (Guru) সিনেমার জনপ্রিয় গান ‘বরষো রে’ (Barso Re)-এর সঙ্গে অসাধারণ নাচের ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিও খোলা আকাশের নীচে নদীর ধারে এক সবুজ মাঠে রেকর্ড করা হয়েছে। ভিডিওতে সাদা লং-স্কার্ট, সবুজ ব্লাউজ পরে ও গোলাপি-হলুদ রঙের ওড়না লাগিয়ে পরে দারুণ সাজে জয়ন্তী সেজেছেন, তাঁর এই রূপে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। ‘বরষো রে’ (Barso Re)-গানের সাথে জয়ন্তীর দুর্দান্ত কোরিওগ্রাফি, দক্ষ স্টেপস ও এক্সপ্রেশন বরাবরের মতোই সকলের ভীষণ পছন্দ হয়েছে। তাঁর এই প্রাণবন্ত নাচের ভিডিওটি এক বছর আগে পোস্ট করা হয়, এই ভিডিওর ভিউজ সংখ্যা ৪০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে, নেটিজেনরা বরাবরের মতোই প্রশংসাসূচক মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন।