Categories
ভাইরাল ভিডিও ভিডিও

গ্রাম্য পরিবেশে ‘টাপা টিনি’ গানের তালে অসাধারণ নাচ পাঁচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া (Social Media) উত্তাল হয়ে গিয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী, পার্শ্ব গায়িকা উপালি চট্টোপাধ্যায়,ও অনন্যা ভট্টাচার্যের কন্ঠে গাওয়া ‘বেলাশুরু’ (Belashuru) সিনেমার ‘টাপা টিনি'(Tapa Tini) গানেতে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে উঠেছিলেন এই গানের তালে।ইতিমধ্যেই এই গানের উপর অজস্র রিল ভিডিও এবং ডান্স কভার ভিডিও (Dance Video) তৈরি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই এই সমস্ত ভাইরাল (Viral) ভিডিওগুলি আমরা দেখে থাকি। সম্প্রতি ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্রের পাঁচ যুবতী এই গানের উপর নতুনভাবে নেচে রীতিমতো মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের।

ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্রের এই নৃত্যগোষ্ঠী অনেক রকম নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই নৃত্যকলা কেন্দ্রের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। এখান থেকেই আবারও ‘টাপা টিনি'(Tapa Tini) গানের একটি নাচের ভিডিও শেয়ার করেন তাঁরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাছগাছালি ঘেরা প্রাকৃতিক পরিবেশে মনোরম নৃত্য ভঙ্গিতে মেতে উঠেছেন এই পাঁচ যুবতী। গানের প্রত্যেকটি বিট খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তাঁরা। নির্দিষ্ট সুর,তাল, ছন্দ মেনে নৃত্য পরিবেশন করেছেন তাঁরা। প্রত্যেকের সাথে সঠিক সমন্বয় এবং অসাধারণ কোরিওগ্রাফি ভিডিওটিকে আরো সুন্দর করে তুলেছে।

ভিডিওটিতে অদ্ভুত সুন্দর নাচের সাথে দেখার মতো ছিল তাঁদের ফেসিয়াল এক্সপ্রেশন এবং সাজসজ্জা। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে যুবতীরা চুলের খোঁপায় ফুলের মালা জড়িয়ে, পায়ে আলতা পরে নাচের প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওর প্রথম অংশে তাঁদের পরনে ছিল রঙিন ছাপা শাড়ি এবং পরবর্তী অংশে ছিল গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং ব্লাউস ও মানানসই মেকআপ। এর সাথে সাথে ভিডিওটিতে বৈচিত্র্য আনতে শিল্পীদের পরিবর্তনের সাথে সাথে পেছনের দৃশ্যপটেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রায় দু মাস আগে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ৩ লক্ষ্যের ও বেশি ভিউ পেয়ে গেছে। এছাড়াও ২০০০টির ওপরে লাইক পরেছে ভিডিওটিতে। নেটিজেনরা ইতিমধ্যেই অসাধারণ, বিউটিফুল, খুব ভালো হয়েছে,ওয়াও ইত্যাদি ইতিবাচক মন্তব্য করছেন কমেন্ট বক্সে।

Leave a Reply

Your email address will not be published.