May 20, 2024

ভোজপুরি (Bhojpuri) বিনোদন জগতের একজন অন্যতম জনপ্রিয় নায়ক হলেন নিরাহুয়া (Nirahua) ওরফে দীনেশ লাল যাদব। যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা নিরাহুয়ার সিনেমা বারবার দেখেন। পর্দায় এই হিরোর উপস্থিতি দর্শকদের মধ্যে মুহূর্তের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে।অভিনেতা নিরাহুয়া একাধিক ভোজপুরি নায়িকাদের সাথে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন। তিনি যেই ছবিতে অভিনয় করেন সেই ছবি সুপারহিট হবেই হবে। সম্প্রতি অভিনেতা নিরাহুয়ার আম্রপালি দুবের (Amrapali Dubey) সাথে একটি হট বোল্ড ভিডিও নেটদুনিয়া তোলপাড় করে বেড়াচ্ছে। এমনিতে নিরাহুয়া এবং আম্রপালি একসাথে যে ছবিতে কাজ করেন সেই ছবি জনগণদের মধ্যে খুবই গ্রহণযোগ্যতা পায়। আর এই ভিডিওটি নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে।

নিরাহুয়া এবং আম্রপালির ভাইরাল হওয়া ভিডিওটি (Viral Video) যথেষ্ট হট। পর্দায় তাঁদের সহসী রোম্যান্স ইতিমধ্যেই নেটিজেনদের মনের পারদ চড়িয়েছে। ‘ফাগুয়া ম্যায় ফাটাটা জাওয়ানি’ নামক মিউজিক ভিডিওটি ইতিমধ্যে নেট তোলপাড় করে বেড়াচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রং খেলার পর বাথরুমের বাথটবের মধ্যে একসাথে রোমান্সে মত্ত হয়েছেন নায়ক নায়িকা। হোলির দিনে বাথরুমের মধ্যে ভেজা শরীরে নায়ক নায়িকার এই হট রোমান্স ইতিমধ্যেই মনে ধরেছে দর্শকদের। অভিনেত্রী আম্রপালির ভেজা শরীর থেকে চুইয়ে পড়ছে লাস্যময়ী আবেদন। বলতে গেলে অভিনেত্রীর খোলামেলা পোশাক, সৌন্দর্য এবং এক্সপ্রেশনে ঘায়েল হয়েছেন তাঁর অনুরাগীরা।

এই গানটির কথা লিখেছেন পেয়ারেলাল যাদব এবং সুর দিয়েছেন মধুকর আনন্দ। গানটি গেয়েছেন প্রভেসলাল যাদব এবং আম্রপালি। এই ভিডিওটি ২.৭ মিলিয়ন ভিউ পেয়ে গেছে। এছাড়া ১১ হাজার এরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটিতে। ইতিমধ্যেই নিরাহুয়া এবং আম্রপালির রসায়ন দেখে অজস্র নেটিজেন ভিডিওর কমেন্ট বক্সে ইতিবাচক এবং প্রশংসায় ভরা মন্তব্য করছেন।